৩ মিনিটে NID Card Download । জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করুন

NID CARD Download

আপনারা যারা সদ্য ভোটার হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আইডি কার্ড পান নাই তারা চাইলে Nid card download করে নিতে পারেন। তবে তার জন্য আপনার  প্রয়োজন পড়বে NID slip আর আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোড একাউন্ট করতে চান তাহলে আপনার ফেস ভেরিফিকেশনেরও প্রয়োজন পড়বে তখন।

তাছাড়া আমরা যদি কোন কাজের জন্য বাহিরে যায়, ঠিক তখন যদি আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে, সে ক্ষেত্রেও চাইলে আমরা NID Card Download করতে পারব। এছাড়াও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনার পরিচয় পত্র আসল না নকল।

তাই আপনি যদি নতুন ভোটার আবেদন করে থাকেন তাহলে জেনে নিন ভোটার আইডি কার্ড ডাউনলোড (NID Card Download) কিভাবে করতে পারবেন । এখানে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করেছি।

NID Card Download করতে আপনার যা যা প্রয়োজন হবে

আমরা ইন্টারনেট থেকে যে জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে চাচ্ছি, সেই জাতীয় পরিচয়পত্রের বিষয়ে কিছু তথ্য আমাদের দরকার হবে।

NID Card Download করার জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় তথ্য ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

প্রয়োজনীয় তথ্য:

  1. NID Number অথবা ফরম নাম্বার: আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ভোটার নিবন্ধন ফরম নম্বর প্রয়োজন হবে।
  2. জন্মতারিখ: আপনার জন্ম তারিখ দিন, মাস, বছর আকারে প্রয়োজন হবে।
  3. মোবাইল নাম্বার: আপনার নিবন্ধিত মোবাইল নাম্বার প্রয়োজন হবে, যেটি আপনার NID সাথে লিঙ্ক করা আছে।
  4. ঠিকানা: আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রয়োজন হবে।
  5. ইন্টারনেট ব্যবহারের জন্য একটি মোবাইল ফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন
  6. যার এনআইডি কার্ড বের করতে চান, তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

  1. ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. রেজিস্ট্রেশন বা লগইন: নতুন ব্যবহারকারী হলে রেজিস্ট্রেশন করুন। আগে থেকে রেজিস্টার্ড থাকলে লগইন করুন।
  3. তথ্য প্রদান: আপনার NID নম্বর বা ফরম নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ঠিকানা প্রদান করুন।
  4. মোবাইল নম্বর ভেরিফিকেশন: প্রদত্ত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
  5. ফেইস ভেরিফিকেশন QR কোড Scan করুন;
  6. প্রথমে Google Play Store থেকে NID Wallet অ্যাপটি ইনস্টল করুন;
  7. ফেইস ভেরিফিকেশন: নির্দেশনা অনুসারে ফেইস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  8. ফেইস ভেরিফিকেশন করুন এবং NID একাউন্টের Password set করুন;
  9. ডাউনলোড অপশন: সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, “ডাউনলোড” বাটনে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করুন।

চলুন বিস্তারিত ভাবে জেনে আসি

Visit NID registration website
বাংলাদেশের নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা ভোটার আইডি কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটি বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হয় এবং এটি নাগরিকদের জন্য তাদের NID সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করে।

NID Card Download সম্পূর্ণ প্রক্রিয়া 

বাংলাদেশের নির্বাচন কমিশনের nidw.gov.bd ওয়েবসাইট থেকে NID card download করার প্রক্রিয়া অনেক সহজ। সঠিক নিয়ম অনুসরণ করে আপনি কয়েক মিনিটের মধ্যেই অনলাইন থেকে আপনি আপনার NID Card Download করতে পারবেন।

আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন।

রেজিস্ট্রেশন করতে নিন্মের ধাপসমূহ অনুসরণ করতে হবে –

আপনার এন্ড্রয়েড মোবাইলে NID Wallet অ্যাপ ইনস্টল করুন

যা আপনার face verification করতে সাহায্য করবে। তাই আপনি প্রথমেই আপনার মোবাইলে NID wallet নামক এপস টি Download করে ইন্সটল ক করে রাখুন।

NOTE: এই আর্টিকেলে আমি দেখিয়েছি যারা নতুন ভোটার, অনলাইন থেকে এখনো তাদের এনআইডি কার্ড ডাউনলোড করেনি, তার কিভাবে রেজিস্ট্রেশন করে তাদের NID Card Download করতে পারবে, আর যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে NID ডাউনলোড করার জন্য ভোটার আইডি কার্ড রি ইস্যুর আবেদন করতে হবে।

একাউন্ট নিবন্ধন করুন এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন

ধাপ ১:

প্রথমে আপনাকে একাউন্ট রেজিষ্ট্রেশন করার জন্য আপনার পছন্দমত যেকোন একটি ব্রাউজার থেকে services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে প্রবেশ করতে হবে।

যা আপনাক Bangladesh NID Application System এর ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং আপনি নিচের এই  ওয়েবপেজটি দেখতে পাবেন। এখন আপনাকে এখান থেকে রেজিস্টার করুন বাটনটিতে ক্লিক করে আপনার NID Card Download প্রক্রিয়া শুরু করুন। 

registration For new voter
registration For new voter

এখানে আপনি দেখতে পাচ্ছেন, 

রেজিস্টার করুন অপশনঃ যাদের এনআইডি কার্ড এর কোন অনলাইনে একাউন্ট নেই তারা এখানে রেজিস্ট্রেশন করে তাদের অনলাইন একাউন্ট খুলে নিবে।

নতুন নিবন্ধনের জন্য আবেদনঃ যাদের এখনো জাতীয় পরিচয় পত্র হয়নি, ১৮ বছরের উপর বয়স হয়েছে তারা এই অপশনটি বেছে নিয়ে তাদের NID Card টি বানিয়া নিবে।

এখন আমদের যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমরা এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব।

ধাপ ২:

এখন আপনি  নিচের ছবির মতো একটি ওয়েবপেজ দেখতে পাবেন। এবং আপনাকে এখানে আপনার নাম ইংরেজিতে NID card অনুযায়ী দিতে হবে, জন্ম তারিখ দিন, মাস, বছর সঠিক ভাবে এবং ছবিতে প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিকভাবে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

NID login for new voter
NID login for new Voter

ধাপ ৩:

সাবমিট করার পর নিচের মতো একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে প্রদান করতে হবে। ঠিক যে ভাবে আপনি আপনার NID Card করার সময় যে যে তথ্য দিয়েছেন ঠিক সেই তথ্য অনুযায়ী এখানে বসাতে হবে।

address for NID account setting
address for NID account setting

বিভাগ, জেলা এবং উপজেলা সঠিকভাবে দিতে হবে অন্যথায় আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না।

ধাপ ৪:

এখন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেই নাম্বারে OTP Code আসবে আপনার ভেরিফিকেশন এর জন্য তাই এখানে আপনার এমন একটি নাম্বার দিন যা সব সময় সচল থাকে এবং আপনার সাথেই থাকে।

Mobile number for NID Account setting
Mobile number for NID Account setting

এখান থেকে চাইলে আপনি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন।বার্তা পাঠান এ ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করুন, কেননা যদি নির্ধারিত সমইয়ের মাঝে যদি না বসাতে পারেন আপনাকে আবার বার্তা পাঠাতে হবে।

ধাপ ৫:

এখন বার্তা পাঠানোর পর আপনার মোবাইলে আসা ৬ সংখ্যার OTP কোর্ড টি যথাযথ স্থানে নির্ধারিত সময়ের মাঝে বসান।

OTP code for NID account registration 1

অনেক সময় এমন হয় যে আমরা OTP Code পেতে অনেক দেরি হয়, বা আসে না এমতাবস্থায় পুনরায় পাঠান বাটনে ক্লিক করে ওটিপি কোড এর জন্যে অপেক্ষা করতে পারেন।

ধাপ ৬

আপনি যখন সঠিক ভাবে আপনার নাম্বার দিয়ে ওটিপি কোড সাবমিট করার পর আপনাকে এ রকম একটি ওয়েবপেজ এ নিয়ে আসবে যেখানে আপনাকে নিম্ন লিখিত কাজগুলো করতে হবে।

NID wallet install
NID wallet install

এই অবস্থায় আপনাকে প্রথমে,

  1. NID Wallet এপ্লিকেশনটি ইনস্টল করতে হবে যা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি।
  2. লাল বাটন ট্যাপ এ ক্লিক করতে হবে এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী কাজ করতে হবে।
  3. এই যাচাই প্রক্রিয়া শেষ হলে তা আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।

ধাপ ৭

যেহেতু আমরা আগেই NID wallet apps টি Download করে রেখেছি তাই আমরা যখন TAP TO OPEN NID WALLET বাটন এ ট্যাপ করব তখন আমরা নিম্নের পেইজটি দেখতে পাব।

open nid wallet apps

এখান থেকে আমরা এনআইডি ওয়ালেট ট্যাপ করে just once ক্লিক করব যা আমাদের পরবর্তী সেকশনে নিয়ে যাবে ।

NID wallet access

এখন আমরা এখান থেকে Start Face Scan বাটনে ক্লিক করে এগিয়ে যাব।

ধাপ ৮:

আমাদের এখন face scan করতে হবে, এই face scan এ আমাদের প্রথমত front face স্কেন করতে হয়, তারপর পর্যায়ক্রমে মুখের ডান এবং বাম পাশ স্ক্যান করতে হবে।

Scan face FOr NID Card Download

যতক্ষন পর্যন্ত আমাদের face scan সঠিক ভাবে না হবে ততক্ষন পর্যন্ত আমরা চেষ্টা করে যাব।

ধাপ ৯ :

ফেইস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার সামনে নিচের মত একটি পেইজ আসবে।

password set for NID Card download

পাসওয়ার্ড সেট করুন। ভবিষ্যতে ফেইস ভেরিফিকেশনের ঝামেলা ছাড়া NID একাউন্টে লগ ইন করতে হলে, আপনাকে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

পাসওয়ার্ড সেট করার জন্য আমার পরামর্শ থাকবে। ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্র সংশোধন বা পুনরায় ডাউনলোড করার জন্য আপনার অনেক সুবিধা হবে।

ধাপ ১০:

NID Account পাসওয়ার্ড সেট করার সাথে সাথে আপনার NID Website এ লগ ইন হয়ে যাবে। তখন আপনি NID dashboard দেখতে পাবেন এবং আপনার ছবি ও প্রোফাইল দেখতে পাবেন।

NID CARD DOWNLOAD

ছবির ডান পাশে যে অপশন গুলো রয়েছে তার সবার নিচে দেখেন ডাউনলোড লিখা রয়েছে আর এটাই মূলত আপনার NID Card Download অপশন যেখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার কাংখিত এনআইডি কার্ড টি পেয়ে যাবেন।

পুরাতন ভোটার হলে যা করতে হবে

প্রথম ধাপে আমরা NID Card Download এর জন্যে যে NID application system লিঙ্ক এ গিয়েছিলাম যেখানে রেজিস্টার করুন এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন অপশন দেখেছিলাম আমরা ওই পেইজে একটু নিচে ক্রল করলেই দেখতে পারব login অপশন।

login for old voter

এখানে আপনার NID Number বা user name দিয়ে তারপর এনআইডি কার্ড এ সেট করা পাসওয়ার্ড দিয়ে সঠিক ক্যাপছা দিলে আপনাকে এনআইডি কার্ড এর প্রোফাইলে নিয়ে যাবে।

NID Profile

যারা ইতিমধ্যে একাউন্ট বানিয়ে নিয়েছে বা পুরাতন ভোটার তারা এখানে লগিন করে তাদের প্রোফাইলে গিয়ে NID Correction (Name, Address, Date of Birth, Blood Group), NID Card Download, NID Card reissue করা হয়।

প্রোফাইল: NID Card Account এ প্রবেশ করে আমরা প্রথমেই আমাদের প্রোফাইল দেখতে পারি, এখানে আমাদের নিজেরদের নাম, পিতা-মাতার নাম ঠিকানা, ছবি এবং অন্যান্য তথ্য দেওয়া থাকে। যদি আমাদের কোন তথ্য সংশোধন করতে হয় তখন আমরা প্রোফাইলে গিয়ে আমাদের তথ্য পরিবর্তন করতে পারি।
NID কার্ড রিইস্যু: NID কার্ড রিইস্যু প্রক্রিয়া হলো যখন কেউ তার জাতীয় পরিচয় পত্র হারিয়ে ফেলে বা তা নষ্ট হয়ে যায়, তখন নতুন করে একটি পরিচয় পত্র পাওয়ার জন্য আবেদন করা। এই প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায় এবং এটি বেশ সহজ ও সুবিধাজনক।

NID কার্ডের পাসওয়ার্ড পরিবর্তন: যদি কখনো আমারা এনআইডি কার্ডের পাসওয়ার্ড ভুলে যায় তখন আমরা নির্ধারিত কিছু তথ্য দিয়ে পাসওয়ার্ড পুন্রুদ্ধার বা পরিবর্তন করতে পারি।
স্মার্ট এনআইডি কার্ড স্টেটাস: বাংলাদেশের নির্বাচন কমিশন স্মার্ট NID কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য একটি অনলাইন সিস্টেম প্রদান করেছে। এই প্রক্রিয়া আপনাকে আপনার স্মার্ট NID কার্ডের বর্তমান অবস্থা জানতে সাহায্য করবে, যেমন কার্ডটি প্রস্তুত হয়েছে কিনা বা কবে পাবেন
NID Card Download: আপনি নতুন ভোতার হন বা পুরাতন ভোটার হন নির্ধারিত কিছু প্রসেস অনুসরন করে আপনি আপনার NID Card Download করতে পারবেন অতি সহজেই।

NID Card Download Bangladesh সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নোত্তর

  1. প্রশ্ন: NID Card Download করতে কি কি তথ্য প্রয়োজন?
    উত্তর: NID নম্বর, জন্ম তারিখ, এবং ক্যাপচা কোড প্রয়োজন।
  2. প্রশ্ন: NID কার্ড ডাউনলোড করার জন্য কোন ওয়েবসাইটে যেতে হবে?
    উত্তরservices.nidw.gov.bd/nid-pub/claim-account ওয়েবসাইটে যেতে হবে।
  3. প্রশ্ন: কি ধরনের মোবাইল নম্বর প্রদান করতে হবে?
    উত্তর: নিবন্ধন ফর্মে উল্লেখিত মোবাইল নম্বর অথবা নতুন মোবাইল নম্বর প্রদান করতে হবে।
  4. প্রশ্ন: OTP কি এবং এটি কেন প্রয়োজন?
    উত্তর: OTP হলো একবারের পাসওয়ার্ড যা মোবাইলে পাঠানো হয় এবং নিশ্চিতকরণের জন্য প্রয়োজন।
  5. প্রশ্ন: লগইন ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করার পর কি করতে হবে?
    উত্তর: এগুলি মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, কারণ প্রতিবার লগইন করার সময় এগুলি প্রয়োজন হবে।
  6. প্রশ্ন: NID Card Download করার পর কি করতে হবে?
    উত্তর: পিডিএফ ফাইল ডাউনলোড হবে এবং তা প্রিন্ট করা যাবে অথবা অনলাইনে ব্যবহার করা যাবে।
  7. প্রশ্ন: হারানো NID কার্ড পুনরায় পেতে কি করতে হবে?
    উত্তর: ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে হারানো NID কার্ডের জন্য রিইস্যু আবেদন করা যাবে।
  8. প্রশ্ন: NID কার্ডের তথ্য পরিবর্তন বা সংশোধনের জন্য কি করতে হবে?
    উত্তর: তথ্য পরিবর্তন বা সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
  9. প্রশ্ন: NID কার্ড ডাউনলোড করার জন্য কি কোনো ফি দিতে হবে?
    উত্তর: না, অনলাইন প্ল্যাটফর্ম থেকে NID কার্ড কপি ডাউনলোড করা ফি-মুক্ত।
  10. প্রশ্ন: Online NID Card Download করার জন্য কি অ্যাপ ব্যবহার করা যায়?
    উত্তর: হ্যাঁ, NID Wallet অ্যাপের মাধ্যমে মুখ যাচাই করে NID কার্ড ডাউনলোড করা যায়।
  11. প্রশ্ন: কি ধরনের ডকুমেন্টস প্রদান করতে হবে NID কার্ড ডাউনলোডের জন্য?
    উত্তর: জিডি কপি, ছবি, এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলগুলি আপলোড করতে হবে।
  12. প্রশ্ন: কি ধরনের ফি পরিশোধ করতে হবে NID কার্ডের জন্য?
    উত্তর: রিইস্যু, তথ্য পরিবর্তন, বা সংশোধনের জন্য প্রযোজ্য ফি পরিশোধ করতে হবে।
  13. প্রশ্ন: NID Card কি ল্যামিনেট করা যাবে?
    উত্তর: হ্যাঁ, NID কার্ডের প্রিন্টেড কপি ল্যামিনেট করা যাবে।
  14. প্রশ্ন: কি ধরনের সার্ভিস পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র দ্ধারা ?
    উত্তর: ব্যাংক লেনদেন, সরকারি সেবা, এবং অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
  15. প্রশ্ন: Smart NID করার পর কি কোনো সার্টিফিকেট পাওয়া যাবে?
    উত্তর: হ্যাঁ, পেমেন্ট সম্পন্ন হলে ডিজিটাল রিসিপ্ট ডাউনলোড করা যাবে যা প্রমাণ হিসেবে সংরক্ষণ করা যাবে।