ইউসুফপুর গ্রাম মহিপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটার নিকটবর্তী গ্রাম ইউসুফপুর (মাত্র ৮ কিলোমিটার)। ঢাকা-কুয়াকাটা মহাসড়ক গ্রামটিকে দুইভাগে বিভক্ত করেছে। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে এই গ্রামটির অবস্থান। ইউসুফপুর গ্রামের উত্তরে পূরাণ মহিপুর ও মনোহারপুর গ্রাম, পূর্বে লতিফপুর, দক্ষিণে বিপিনপুর এবং পশ্চিমে পুরান মহিপুর ও সুদিরপুর গ্রাম।

খাল-বিল বেষ্টিত গ্রামটি সুজলা-সফলা এবং ছবির মতো সুন্দর। গ্রামটিতে কয়েকশ পরিবার বসবাস করে, তাদের সকলেই মুসলিম। ইউসুফপুরের বেশিরভাগ পরিবার কৃষিজীবি তবে বিভিন্ন সরকারি-বেসকারি চাকরিজীবি ছাড়াও কিছু সংখ্যক মানুষ ব্যবসা-বাণিজ্যও যুক্ত আছেন। এছাড়াও আবহমান কাল থেকে গভীর সুমুদ্রে মাছ ধরার মতো দু:সাহসী কাজ করেও জীবিকা নির্বাহ করেন গ্রামটির বহু সংখ্যক মানুষ। 

মহিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে অন্তভূক্ত গ্রামটির সবচয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ইউসুফপুর বালিকা দাখিল মাদ্রাসা। যার প্রতিষ্ঠাতা মাওলানা ইয়াকুব আলী আকন এবং প্রতিষ্ঠাতা সুপার মরহুম মাওলানা শফিকুল ইসলাম। মাদ্রাসাটি মহিপুর থানায় নারী শিক্ষার বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করছে। গ্রামের ইউসুফপুর শরীফিয়া ইবতেদায়ি মাদ্রাসারও প্রতিষ্ঠাতা মাওলানা ইয়াকুব আলী আকন।

এছাড়া ইউসুফপুর আকনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে, যার উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক ও বাংলাভিশন টেলিভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল।