Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha
নাটঘর

রসুলপুর গ্রাম নাটঘর ইউনিয়ন

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

রসুলপুর গ্রাম নাটঘর ইউনিয়ন।

সূচনাঃআমাদের গ্রামের নাম রসুলপুর। তিতাস ঘেষা সুজলা সুফলা ছবি,র মত সুন্দর ও বৈচিত্র্যময় আমাদের রসুলপুর। ছয় ঋতুর এই নদীমাতৃক বাংলাদেশে,র নানা ঋতুতে নানা রূপে আবির্ভূত হয় আমাদের গ্রাম।

গ্রামের অবস্থানঃ রসুলপুর,ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন ৫-নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে অবস্থিত। মূলত নবীনগরে,র শেষ এবং শুরুতে এ গ্রামের অবস্থান।জেলা শহর থেকে ২ কিঃ পশ্চিমে তিতাস পাড়ে অবস্থিত।
গ্রামটি লম্বালম্বিভাবে গঠিত হয়েছে

দুটি পাড়াতে বিভক্ত গ্রামটি রসুলপুর উঃ ও দঃ।তবে পঠিত আছে পাঁচভিটা নামে রসুলপুর দঃ কে বলা হয়ে থাকে তবে ইহা ভুল বশত বলে থাকে।তৎকালীন সময় রসুলপুর দঃ ও উঃ এ প্রাথমিক বিদ্যালয় স্থাপনা করার জন্য রসুলপুর দঃ পাড়াকে পাঁচভিটা সরকারী প্রাঃ বিদ্যালয় নামকরণ করা হয়েছিল।

জনসংখ্যাঃ রসুলপুরে দুটি ধর্মের মানুষের বসবাস। পূর্বকাল থেকে এ গ্রামে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে বসবাস করে আসছে।রসুলপুরে জনসংখ্যা প্রায় ২হাজার +মানুষের বসবাস।

পেশাঃ রসুলপুরের প্রায় মানুষ প্রবাসে জীবিকানির্বাহ করে থাকেন।
তবে বর্ষা ও শুকনো মৌসুমে এখানকার মানুষজন জেলে ও কৃষিকাজে মনোনিবেশ করে থাকেন।
এভাবে হাসিতে খুশিতে সুন্দরভাবে জীবাকা চালান তারা।

যাতায়াতঃ যদি ও রসুলপুর নবীনগরে অবস্থিত তারপর ও আমাদের গ্রামের তৎকালীন অবস্থা খুব স্পর্সকাতর ছিল। মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে প্রায় ৪৫+বছর নানাভাবে অবহেলিত ছিলাম আমরা।
তৎকালীন সময়ে আমাদের একমাত্র যাতায়াত ছিল নৌযান তবে বর্তমানে মহেশ রোড হওয়াতে যোগাযোগ খ্যাত বিল্পবী পরিবর্তন সাধিত হয়েছে।এখন জেলা কিংবা উপজেলা সবত্রে পরিবহণ করে আসা যাওয়া যায়।

ধর্মঃ আমাদের গ্রামে প্রধান দুটি ধর্মের মানুষের বসবাস।
হিন্দু ও মুসলিম।প্রতিটা ধর্মের মানুষের রয়েছে সমান অধিকার।
ধর্মীয় আচার অনুষ্ঠান কার্যাদি যার যার মত করে পালন করে আসছে বহুকাল ধরে।বলা চলে আমাদের গ্রামটি একটি আদর্শ গ্রাম।

শিক্ষঃ শিক্ষা জাতির মেরুদণ্ড তবে দুঃখজনক আমাদের গ্রামের শিক্ষারর হার তুলনামূলক কম।
কেননা গরীব ও মধ্যবিত্ত মানুষের বসবাস গ্রামে। সে ক্ষেত্রে নাম মাত্র প্রাঃ পাস করলে প্রবাস কিংবা নানা কাজে লেগে যাই।তবে বর্তমানে শিক্ষার সুযোগ ও যাতায়াতের ফলে অনেকাংশ উন্নতি লক্ষনীয়।

প্রতিষ্ঠান সমূহঃআমাদের রসুলপুরে উঃ ও দঃ মিলিয়ে পাঁচটি মসজিদ ও একটি মন্দির এবং দুইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।ধর্মীয় ও শিক্ষা প্রাসারে আমাদের এ সব প্রতিষ্ঠান গুলো অগ্রনি ভুমিকা পালন করে আসছে।

প্রাকৃতিক অবস্থা বা গ্রামের আকর্ষনঃ মূলত নানা ঋতু বদলের সাথে সাথে আমাদের রসুলপুরের অবস্থা,র পরিবর্তন ঘটে।শুকনো ও বর্ষা মৌসুম উল্লেখ্যযোগ্য। শুকনো সময়ে সবুজে ছেয়ে যাই আমাদের রসুলপুর যে দিকে চোখ যাই সবুজ আর সবুজ মনে হবে আপনি হারিয়ে গেছেন সবুজ সমারোহে।ফসলি জমি কিংবা সরিষা র সৌন্দর্যরূপ আপনাকে মুগ্ধ করবে।

আবার বর্ষার সময় আমাদের রসুলপুর ধারন করে ভিন্ন রূপ।মাঝ খানে এঁকে বেঁকে চলা সুন্দর মেঠো পথ দু পাশে বঁয়ে চলে তিতাসের পানি আপনাকে চিনিয়ে দিবে চিরচেনা বাংলার প্রকৃত রুপ সৌন্দর্য। এই দুই সময়ে হাজারো পর্যটক,র আগমন ঘটে আমাদের রসুলপুরে।

সামাজিক সংগঠনঃ আমাদের রসুলপুরে ৩ টি সংগঠর রয়েছে।যারা সব সময় গরীব অসহায় মানুষের পাশে রয়েছেন।দেশ সমাজের উন্নতি সাধনের জন্য সামাজিক সংগঠনগুলো বিরাট ভূমিকা পালন করে আসছে।

গ্রাম হালনাগাদ করেছেন সাইদুর রহমান
প্রয়োজনেঃ01647-812383

গ্রাম ভিত্তিক ভোটার তালিকা খুঁজে নিন

আমাদের গ্রাম রচনা ৫ম থেকে ১০ম ‍শ্রেণী

১০০টি বাংলাদেশ গ্রামের দৃশ্য ছবি

Alam Kibria Pasha
Saydur Rahman

Recent Posts

  • ফটিকছড়ি

কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন

কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…

4 months ago
  • চর বিষ্ণুপুর

বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন

বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…

4 months ago
  • আলীহাট

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…

6 months ago
  • বাংলাদেশ

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…

6 months ago
  • বাংলাদেশ

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…

6 months ago
  • বাংলাদেশ

শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…

6 months ago
Alam Kibria Pasha