উত্তর মোহাম্মদপুর গ্রাম বক্স মাহমুদ ইউনিয়ন

উত্তর মোহাম্মদপুর গ্রাম

উত্তর মোহাম্মদপুর গ্রাম বক্স মাহমুদ ইউনিয়ন

বক্স মাহমুদ ইউনিয়ন পরশুরাম উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পরশুরাম থানার আওতাধীন। এটিজাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।

এই ইউনিয়নের আওতাধীন একটি জনবহুল গ্রাম উত্তর মোহাম্মদপুর। এই গ্রামের পূর্বে, পূর্ব মোহাম্মদপুর, উত্তরে, চারিগ্রাম, দক্ষিনে, দক্ষিণ মোহাম্মদপুর এবং পশ্চিমে, উত্তর তালবাড়িয়া গ্রাম অবস্থিত। 

আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কেন্দ্রবিন্দুতে রয়েছে বক্সমাহমুদ বাজার। এই গ্রামের মানুষ এই বাজার থেকেই তাদের নিত্য প্রয়োজনীয় সদাই-পাতি কিনে থাকে।

প্রশাসনিক তথ্যঃ এই গ্রামে রয়েছে স্থানীয় জনপ্রতিনিধি জনাব ফয়েজউল্লাহ মামুন এর চেম্বার।

নামকরণের ইতিহাসঃ জানা গেছে, এই এলাকায় এক সময় বক্স মাহমুদ নামে এক বিশিষ্ট ব্যক্তি ছিল,  পরবর্তীতে উনার নামের অংশ হিসেবে এই এলাকাকে ৩ টি গ্রামে বিভক্ত করা হয়। উত্তর,দক্ষিন, পূর্ব মোহাম্মদপুর। 

প্রতিষ্ঠান ঃ এই গ্রামে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা রয়েছে। রয়েছে বেশ কয়েকটি সমাজসেবামূলক সামাজিক সংঘটন।

ব্যক্তিবর্গ ঃ জনবলে পরিপূর্ণ এই গ্রাম। এই গ্রামে রয়েছে অনেক পেশার মানুষ। কৃষক,দিনমুজুর, ইঞ্জিনিয়ার,  ডাক্তার, শিক্ষক, চাকুরীজীবী, ব্যবসায়ী ইত্যাদি।

ইউনিয়নের অন্যতম সফল সাবেক চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল মনি এই গ্রামের সন্তান।

গ্রাম ভিত্তিক ভোটার তালিকা খুঁজে নিন

আমাদের গ্রাম রচনা ৫ম থেকে ১০ম ‍শ্রেণী

১০০টি বাংলাদেশ গ্রামের দৃশ্য ছবি

Connect with Alam kibria Pasha