কুড়িঘর গ্রাম নাটঘর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কুড়িঘর গ্রাম নাটঘর ইউনিয়ন

কুড়িঘর নাটঘর ইউনিয়নের একটি গ্রাম । শাব্দিক অর্থে বলা যায় যে , কুড়িটি ঘরের সমাহার যেখানে সেখানেই কুড়িঘর । কুড়িঘর – এর নামকরণ ব্যাপারে অনেকেই বলে থাকেন যে , এই অঞ্চলে প্রথমে কুড়িটি ঘর বা পরিবার নিয়ে বলা স্থাপন হয় বিধায় কডিছ , ২ / ৬২ এ এ তা বিধায় কুড়িঘর নামটি হয়েছে । আবার কেউ কেউ বলেন , কুঁড়েঘর থেকে এই স এর উৎপত্তি । এক্ষেত্রে মেরকুটার শিক্ষক শ্রী শচীন্দ্রচন্দ্র সরকার ( ৯৫ ) বলেন , লটি প্রথমে কুড়িটি পরিবারই বসতি স্থাপন করেন বিধায় কুড়িঘর নামের ভewতি । এক্ষেত্রে বলা বাহুল্য যে , কুঁড়েঘর থেকে নয় , কেননা তৎকালীন এই ভূ – খণ্ডের অধিকাংশ ঘরবাড়িই ছিল কুঁড়েঘর প্রকৃতির । অতএব , কুড়িটি পরিবার থেকে কুড়িঘরের উৎপত্তি তা বেশির ভাগ সুধীজন মনে করেন ।