বড়হিত গ্রাম নাটঘর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বড়হিত গ্রাম নাটঘর ইউনিয়ন

গ্রামের নাম বড়হিত : নাটঘর ইউনিয়নের একটি গ্রাম । যার নাম বড়হিত । আঞ্চলিক নাম বরইত । এ নামের কারণ হিসেবে শ্রী নারায়ণচন্দ্র কপালি বলেন , বড় কল্যাণময় স্থানকে বড়াইত বলে আখ্যা দেওয়া হয় । অর্থাৎ এই স্থানটি বসবাসের বড়হ যােগ্য বা কল্যাণময় বলে এই স্থানটিকে বড়হিত বলা হয় ।