ভেলামারী গ্রাম কড়ইচূড়া ইউনিয়ন
ভেলামারী গ্রাম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের (০৯) নং ওয়ার্ড এর অধীন। ছোট মাছ ধরার ভেলা জাল মতান্তরে,বন্যার সময় কলাগাছ কেটে যে ভেলা বানানো হয় যাতায়াত করার জন্য সেই থেকেই গ্রামের নামকরণ ভেলামারী রাখা হয়েছে।
- ভেলামারী গ্রামে একটি কামিল মাদ্রাসা ( মিলন বাজার ভাংবাড়ী সিনিয়র মাদ্রাসা),
- একটি বালিকা দাখিল মাদ্রসা( রাবেয়া সিরাজ বালিকা দাখিল মাদ্রাসা),
- চারটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,
- তের টি মসজিদ,
- তিনটি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।
- বীর মুক্তিযোদ্ধা ডা.হাবিবুর রহমান (হবি)
- , বীর মুক্তিযোদ্ধা বা. নায়েব আলী ,
- আলহাজ্ব রফিকুল ইসলাম মিয়া এবং
- লুৎফর রহমান ( লালমিয়া পুলিশ)
- ((01722-078722 / 01685-415017 আতিক রুবেল))