কাছাইট গ্রাম মাছিহাতা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

কাছাইট গ্রাম মাছিহাতা ইউনিয়ন

কাছাইট গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া সদরে মাছিহাতা ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী গ্রাম।প্রাকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই গ্রাম।এই গ্রামে উত্তরে রয়েছে অপরুপ শাপলা বিল, দক্ষিণে রয়েছে ঐতিহ্যবাহী মাছিহাতা গ্রাম, পূর্বে আটলা গ্রাম, পশ্চিমে রয়েছে প্রাকৃতিক শস্যভূমি।

কাছাইট গ্রামে রয়েছে ৮টি পাঞ্জেগানা মসজিদ এবং গ্রামের ঐক্যে রয়েছে একটি মাত্র জামে মসজিদ সবাই শুক্রবাড একসাথে নামাজ আদায় করে এই মসজিদে। একটি আলিয়া মাদ্রাসা এবং দুইটি প্রাইমারি স্কুল।তিনটি কিন্টার গার্ডেন এবং একটি হাফেজি মাদ্রাসা। এই গ্রামে প্রায় ৮,০০০ (আট হাজার) বাসিন্দা।