পশ্চিম সুখ নগরী গ্রাম বালিজুড়ী ইউনিয়ন

সুখ নগরী
গ্রামের দৃশ্য ছবি

পশ্চিম সুখ নগরী গ্রাম বালিজুড়ী ইউনিয়ন

পশ্চিম সুখ নগরী গ্রাম । এটি 4 নং বালিজুড়ী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত । এর উত্তরে নাদাগাড়ি গ্রাম, পশ্চিমে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর শোনপচা গ্রাম, দক্ষিণে চর নাংলা গ্রাম ও পূর্বে চর নাংলা ও সুখ নগরী গ্রাম অবস্থিত । এই গ্রামে রয়েছে একটি হাইস্কুল ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় । এর মধ্যে উল্লেখযোগ্য হলো বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় ও আকরাম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় । এই এলাকার এমপি সাহেবের জন্ম এই গ্রামেই ।

এই গ্রামের পশ্চিম ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে গেছে যমুনার শাখা নদী ।এসব নদী থেকে প্রতিদিন প্রচুর মাছ ধরা পড়ে । এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি । ধান, গম, মরিচ ও পাট এই গ্রামের প্রধান ফসল । গ্রামের বাঁধের মাথা নামক স্থানে গড়ে ওঠেছে জমজমাট গ্রামীন বাজার । প্রতিদিন বিকাল বেলায় শত শত মানুষের সমাগম হয় এই বাজারে । এই গ্রামের মেইন রাস্তা সরাসরি উপজেলা শহরের সাথে সংযুক্ত । রাস্তার দুই পাশে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ বান্ধব গাছ, যা গ্রামের সৌন্দর্য আরো ফুটিয়ে তুলেছে । গ্রামের পূর্ব পাশে নদীর উপর রয়েছে একটি দৃষ্টিনন্দন ব্রীজ । সবমিলে আমাদের গ্রাম একটি ‍সুখী সমৃদ্ধশালী গ্রাম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম । এই গ্রামে জন্মগ্রহণ করে আমি গর্বিত ।