বাতেন নগর গ্রাম চরপাকেরদহ ইউনিয়ন

বাতেন নগর গ্রাম
বাতেন নগর গ্রাম

বাতেন নগর গ্রাম চরপাকেরদহ ইউনিয়ন

FB IMG 16416616324558952 2f229054

মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে অবস্থিত আধুনিক গ্রামটিই বাতেন নগর। তরুণ প্রজন্মের সকলের পছন্দের ব্যাক্তি আব্দুল বাতেন ইসলাম এর নাম অনুসারে ফাজিলপুর হাজি পড়া ও পশ্চিমপাড়া নিয়ে বাতেন নগর নামে আধুনিক নতুন গ্রামের প্রতিষ্ঠা হয় ২০১৭সালে।বাতেন নগরের পূর্ব ও উত্তর পার্শ্বে ফাজিলপুর গ্রাম, পশ্চিম পার্শ্বে তেঘরিয়া গ্রাম, দক্ষিণ পার্শ্বে চরপাকেরদহ গ্রাম।

প্রায় ৫০০শত পরিবারের বাসস্থান এই গ্রামে।

কৃষি আবাদি জমি ও মৎস্য চাষের পুকুর ঘিরে থাকা গ্রামটির প্রধান পেশা হলো কৃষি,উল্লেখযোগ্য পেশাগুলো ১/শিক্ষকতা ২/কাঠমিস্ত্রী ৩/সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবি৪/ব্যবসায়ী ৫/গৃহিণী ৬/ছাত্র-ছাত্রী।

বাতেন নগরে অবস্থিত উল্লেখযোগ্য বংশের নামঃ ১/মন্ডল ২/প্রামাণিক ৩/মোল্লা ৪/ফকির ৫/আকন্দ ৬/শেখ ও সৈয়দ।

  1. FB IMG 16416620439669807 0d181afeশিক্ষা প্রতিষ্ঠানঃ ১/ ফাজিলপুর বালিকা দাখিল মাদ্রাসা।২/ শ্যামলছায়া উচ্চ বিদ্যালয়।৩/প্রত্যাশা কিন্ডারগার্টেন।৪/হাজীবাড়ী এতিমখানা।

ধর্মীয় উপসনালয়গুলোঃ ১/মৌলভীবাড়ী জামে মসজিদ ২/বাইতুননূর জামে মসজিদ

বীরমুক্তিযুদ্ধাগনঃ ১/রসূল মাহমুদ প্রামানিক ২/আব্দুর নুর লালমিয়া মাষ্টার ৩/মহেজ আলী প্রামাণিক।

সামাজিক সংগঠনঃ ১/যুব উন্নয়ন সংঘ্য ২/আদর্শ ছাত্র সংগঠন ৩/ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়  সমবায় সমিতি ইত্যাদি।