বাংলাদেশে কোন মোটর সাইকেলের দাম কত?
খুব জনপ্রিয় যানবাহন হিসেবে তরুণ জনগোষ্ঠীর কাছে এর গ্রহণযোগ্যতা রয়েছে মোটর সাইকেলের। এর মধ্যে, প্রস্তুতকৃত মোটর সাইকেলের ৫৮%-ই এশিয়ার উন্নয়নশীল দেশসমূহে ব্যবহার করা হয়। এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের জনপ্রিয় সব মোটরসাইকেলের দাম গুলো।
ইয়ামাহা
- ইয়ামাহা আর১৫ ভার্সন-৩ (ইন্ডিয়ান) – ৪ লাখ ৮৫ হাজার টাকা,
- ইয়ামাহা আর১৫ ভার্সন-৩ (ইন্দোনেশিয়ান) – ৫ লাখ ২৫ হাজার টাকা।
- ইয়ামাহা আর১৫ ভার্সন-৩ (মভিস্টার) – ৫ লাখ ২৫ হাজার টাকা।
- ইয়ামাহা আর১৫ ভার্সন-৩ (মনস্টার) – ৪ লাখ ৮৫ হাজার টাকা।
- ইয়ামাহা এমটি১৫ -৪ লাখ ১০,০০০ টাকা।
- ইয়ামাহা এম-স্লেজ ১৫০ – ৪ লাখ ২৫,০০০ টাকা।
- ইয়ামাহা এফজেডএস ভার্সন-২ (সিঙ্গেল ডিস্ক) – ২ লাখ টাকা।
- ইয়ামাহা এফজেডএস ভার্সন-৩ (এবিএস) – ২ লাখ ৪০ হাজার টাকা।
বাজাজ
- ডিসকভার-১২৫সিসি – ১ লাখ ২৭ হাজার টাকা।
- ডিসকভার-১১০সিসি – ১ লাখ ১১ হাজার টাকা।
- পালসার এএস-১৫০সিসি – ২ লাখ ২৩ টাকা।
- পালসার এনএস-১৬০সিসি – ১ লাখ ৮২ হাজার টাকা।
- পালসার এনএস-১৬০সিসি (এবিএস) – ২ লাখ ৩২ হাজার টাকা।
- পালসার-১৫০ (ডুয়েল ডিস্ক) – ১ লাখ ৭৩ হাজার টাকা।
- পালসার নিওন-১৫০ – ১ লাখ ৪৮ হাজার টাকা।
- এভেঞ্জার – ১ লাখ ৯৯ হাজার টাকা।
- ভি-১৫ – ১ লাখ ৫৯ হাজার টাকা।
সুজুকি
- সুজুকি জিএসএক্স আর১৫০ – ৩ লাখ ৫০ হাজার টাকা।
- সুজুকি জিএসএক্স এস১৫০ – ৩ লাখ ২৫ হাজার টাকা।
- সুজুকি জিক্সার এসএফ (ডুয়েল ডিস্ক) – ২ লাখ ৯০ হাজার টাকা।
- সুজুকি জিক্সার এসএফ২০১৯ (এবিএস) – ২ লাখ ৭৯ হাজার টাকা।
- সুজুকি জিক্সার-২০১৯ (এবিএস) – ২ লাখ ১৯ হাজার টাকা।
- সুজুকি জিক্সার ডুয়েল টোন – ১ লাখ ৮৯,০০০ টাকা।
- সুজুকি জিক্সার মোনো টোন (সিঙ্গেল টোন) – ১ লাখ ৬৪ হাজার টাকা।
হোন্ডা
- হোন্ডা সিবি ১৫০আর এক্সমোশান – ৫ লাখ ৫০ হাজার টাকা।
- হোন্ডা সিবি ১৫০আর স্ট্রিট-ফায়ার – ৩ লাখ ৮০ হাজার টাকা।
- হোন্ডা সিবিআর১৫০আর – ৪ লাখ ৫০ হাজার টকা।
- হোন্ডা সিবিআর১৫০আর রেপসল – ৪ লাখ ৮০ হাজার টাকা।
- হোন্ডা এক্স-ব্লেড ১৬০ – ১ লাখ ৭২ হাজার টাকা।
- হোন্ডা সিবি হরনেট ১৬০আর – ১ লাখ ৮৯ হাজার টাকা।
টারো
- টারো জিপি-ওয়ান – ৩ লাখ ৬ হাজার টাকা।
- টারো জিপি-টু – ২ লাখ ৯০ টাকা।
- টারো জিপি-ওয়ান স্পেশাল ইডিশন – ৩ লাখ ২১ হাজার টাকা।
- টারো জিপি-ওয়ান ন্যাকেড স্পোর্ট – ২ লাখ ৯৯ হাজার টাকা।
টিভিএস
- অ্যাপাচি আরটিআর ১৬০ – ১ লাখ ৫৯ হাজার টাকা।
- অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি (ডুয়েল ডিস্ক) – ১ লাখ ৮৪ হাজার টাকা।
- অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি (সিঙ্গেল ডিস্ক) – ১ লাখ ৬৯ হাজার টাকা।
কাওয়াসাকি
- কাওয়াসাকি নিনজা ১২৫ এবিএস – ৪ লাখ ৯৯ হাজার টাকা।
- কাওয়াসাকি নিনজা জেড১২৫ এবিএস – ৪ লাখ ৬৯ হাজার টাকা।
কেটিএম
- কেটিএম ডিউক ১২৫ (ইউরোপিয়ান) – ৫ লাখ ৯৫ হাজার টাকা।
- কেটিএম ডিউক ১২৫ (ইন্ডিয়ান) – ২ লাখ ৯৫ হাজার টাকা।
- কেটিএম আরসি (ইউরোপিয়ান) – ৬ লাখ টাকা।
- কেটিএম আরসি (ইন্ডিয়ান) – ৩ লাখ ৯০ হাজার টাকা।