বগাবাড়ি গ্রাম কসবা উপজেলা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বগাবাড়ি গ্রাম কসবা উপজেলা

কসবা শান্তিপাড়া নিবাসী মুজিবুর রহমান একজন শিক্ষক। তিনি বলেন, পূর্বপুরুষদের কাছে শুনেছি, বগাবাড়ি গ্রামটির পশ্চিমে, পূর্বে ও দক্ষিণে বিস্তৃত নিচু জমি আছে। এ জমিতে প্রচুর মাছ বর্ষা শেষে আটকে থাকত। ফলে মাছের লােভে প্রচুর বগ আসত। ছােটবেলায় আমিও নিচু জমিতে মাছ ধরেছি। এখন সেভাবে বগা আসে না। একসময় বকের মেলা বসত বলেই গ্রামটির নাম বগাবাড়ি।