গুরুহিত গ্রাম কসবা উপজেলা

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গুরুহিত গ্রাম কসবা উপজেলা

কসবার লােকেরা বলে গুরুত। এ গ্রামে কলিন ব্রাহ্মণদের বাস ছিল । ত্রিপুরা মহারাজ ব্রাহ্মণদের হিতার্থে এ গ্রামে নিষ্কর ভূমি দান করেছিল। গুরু হচ্ছে ব্রাহ্মণ, হিত অর্থ মঙ্গল। তাই গ্রামের নাম গুরুহিত। ব্রাহ্মণ বা গুরুদের হিতার্থে রাজা যে গ্রামে ভূমিদান করেন তা-ই গুরুহিত।