খামার শানিলা গ্রাম রূপবাটি ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম
খামার শানিলা গ্রাম রূপবাটি ইউনিয়ন

খামার শানিলা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম।এর  বয়স প্রায় চারশত বৎসর।এটি দেশের অন্যতম নদী বন্দর বাঘাবাড়ী ঘাট থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।এ গ্রামটির শাহজাদপুর তথা সিরাজগঞ্জ জেলার সর্বদক্ষিণের গ্রাম।জনশ্রতি আছে যে, এক কালে এখানে প্রতি বাড়ীতেই প্রচুর গরু লালন-পালন করা হতো; এজন্য গ্রামটির নাম খামার শানিলা নামকরণ করা হয়েছে। ১৯৩৯সালে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয় ও ১৯৯৫সালে প্রতিষ্ঠিত একটি মাধ্যমিক বিদ্যালয় আছে এখানে।

শিক্ষক,ডাঃ, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, বিসিএস ক্যাডার বিভিন্ন শ্রেণির সরকারি চাকুরিজীবি আছেন এ গ্রামে । মৌলভী আব্দুল গণী সাহেব এ গ্রামের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তিনি বাংলা, ইংরেজী,আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষায় পারদর্শী ছিলেন। ইঞ্জিনিয়ার আবদুল আজিজ সাহেব এ গ্রামের গৌরব। ইঞ্জিনিয়ার আফসার সাহেব, হাই স্কুলের প্রতিষ্ঠাতা জনাব তাইযুল ফকির সাহেব,ডাঃ এনামুল , অনুজীব বিজ্ঞানী তারেক হাসান(সাদ্দাম)এ গ্রামের কৃতি সন্তান। সিরাজগঞ্জ জেলার বিখ্যাত ক্রিকেটার সোহান এ গ্রামের ছেলে। সাংবাদিক আলী আহসান মঞ্জু এবং ঢাকায় অবস্থানরত বিশিষ্ট ক্লিয়ারিং এন্ড ফর‌ওয়ার্ডিং ব্যবসায়ী জনাব সর‌ওয়ার হোসেন মন্ডল এ গ্রামের পরিচিত মানুষ। গ্রামটি শিক্ষা-দীক্ষায় বর্তমানে অনেক উন্নিত হচ্ছে।