ফকির পারা গ্রাম গালা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ফকির পারা গ্রাম গালা ইউনিয়ন

আমার গ্রামের নাম ফকির পারা। গ্রামটি গালা ইইউনিয়নের ১ ওয়ার্ডের অন্তর্ভু। এ গ্রামের পূর্ব পাশে যমুনা নদী,পশ্চিমে বর্ণিয়া গ্রাম, দক্ষিণে গুপিনাথপুর গ্রাম আর উত্তরে আছে গালা গ্রাম।গ্রামের সব লোক এক সাথে মিলে মিশে থাকতে ভালোবাসে,এ গ্রামে একটি সরকারি প্রার্থমিকবিদ্যায় আছে,যেখানে প্রায় তিন শত থেকে সারে তিন শত ছাত্র-ছাত্রী পড়াশোনা করে।

এ গ্রামের মুসলমানদের জন্যে একটি মসজিদ আছে। গ্রামের সবাই এক সাথে মসজিদে যায়।পুরা গ্রামের সবাই একটি ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে যায়। এ গ্রামের প্রামাণিক হিসেবে দায়িত্ব পালন করে তাদের নাম মোঃ শবারত প্রাং; মোঃ মোজাম্মেল প্রাং; মোঃ লতিফ আরও অনেকে। প্রাসাশনিক তথ্য তেমন কিছু আমার জানা নেই তাই বলতে পারলাম না।