শিমুলকান্দী গ্রাম গালা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

শিমুলকান্দী গ্রাম গালা ইউনিয়ন

যমুনা নদী বিধৌত আমাদের গ্রামের নাম শিমুলকান্দী।ইহার পোষ্ট অফিসের নাম বিনোটিয়া সাব পোষ্ট। অতীতে এই গ্রামের জৌলুস থাকলেও বর্তমানে এর জৌলুস হারিয়ে একাবারে শ্রীহীন হয়ে গিয়েছে। নদী ভাঙ্গনের কবলে পড়ে গ্রামটি ২০০১ সালে একাবারে নদী গর্ভে চলে যায়। এতে করে প্রায় ৭০০/৮০০ পরিবার নিঃশেষ হয়ে আশপাশের বিভিন্ন গ্রামে গিয়ে রিফিউজি হয়ে বসবাস করছে।

যাহোক গ্রামের বর্তমান অবস্থান সম্পর্কে ধারনা নেওয়া যাক, পৃর্বে বাঙালা গ্রাম অবস্থিত, পশ্চিমে বিনোটিয়া, উত্তরে রতনদিয়া আর দক্ষিণে ধলাই গ্রাম। গ্রামটি গালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত। বর্তমানে বিনোটিয়ার বুক চিরে প্রবাহমান যমুনা নদীর অবস্থান হওয়ায় (শিমুলকান্দী) গ্রামটি শুকনো মৌসুমে নদীর পশ্চিম পাড় থেকে সামনে পৃর্ব পাড়ে দেখায় কিন্তু বর্ষা মৌসুমে এটি একদমই নদীর গর্ভে।

এই গ্রামে এক সময় বড়বাড়ি নামে কয়েক ঘর ভূস্বামী ছিলে তাদের মধ্যে হাশেম মোল্লা, ছবের মোল্লা, রমজান মোল্লা সহ সাত ভাইর নাম এখনো মানুষের মুখে মুখে। তাছাড়া অত্র এলাকার দাপুটে প্রামানিক হিসাবে হাবিবুল্লাহ চৌধুরীর ব্যাপক সুনাম ছিলো উল্লেখ্য সে সময় তাঁর একটি যাত্রাদল ছিলো।তাছাড়া গ্রামের মুরুব্বিদের মধ্যে আপু প্রামানিকের যথেষ্ট সুনাম ছিলো।

বর্তমান সময়ে এই গ্রামের হাল ধরার মতো লোক খুবই কম, যাদের নাম উল্লেখ করা যায় তার মধ্যে চাঁদউল্লাহ প্রামানিক, আকুল প্রামানিক,  মজনু প্রামানিক,সরোয়ার মোল্লা, কালাবাবু, আইয়ুব মোল্লা আরো অনেকে। আমি দুঃখিত সবার নাম মনে করতে পারছিনা।গ্রামের একটি প্রাইমারি স্কুল আছে।