শিমুলকান্দি গ্রাম গালা ইউনিয়ন

hard logo

শিমুলকান্দি গ্রাম গালা ইউনিয়ন

শিমুলকান্দি গ্রামটির নামকরনের কোন ইতিহাস জানা না গেলেও ধারনা করা হয় গ্রামটি আজ থেকে প্রায় ৩০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিলো। গ্রামটির পূর্বে বাঙ্গালা, পশ্চিমে বিনোটিয়া, উত্তরে রতনদিয়া ও দক্ষিণে ধলাই গ্রাম অবস্থিত। প্রায় ৭০০ ঘর মানুষের বসবাস গ্রামটিতে।গ্রামটি গালা ইউনিয়নের  ৫নং ওয়ার্ডে অবস্থিত।

গ্রামটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা ছিলো, গ্রামের প্রত্যক মানুষের মানবতাবোধ ছিলো জাগ্রত, সবাই খুব সাধারন জীবন-যাপন করতো।হঠ্যৎ নদী ভাঙ্গণের কবলে পড়ে ভেঙ্গে তছনছ হয়ে যায়, গ্রামের মানুষজন দিগ্বদিক হয়ে আশ্রয় নিতে থাকে দেশের বিভিন্ন এলাকায় এবং গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে গ্রামটি নদীর মাঝে অবস্থিত একটি চর যা বর্ষার সময় বিলীন হয়ে যায় এবং শুকনো মৌসুমে আবার স্বাভাবিক কৃষি কাজ চলে। গ্রামে একটিমাত্র প্রাইমারি স্কুল ও একটি ইদগাহ মাঠ ছিলো। গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তি বর্গের মধ্যে হাশেম মোল্লা, ছবের মোল্লা, রমজান মোল্লা,গনি মোল্লা উল্লেখযোগ্য, তাছাড়া হাবিবুল্লাহ চৌধুরী ও আপু মোল্লা ছিলো অন্যতম।কৃষিকাজ এই গ্রামের মানুষের প্রধান পেশা।