বাতেন নগর গ্রাম
বাতেন নগর গ্রাম চরপাকেরদহ ইউনিয়ন
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে অবস্থিত আধুনিক গ্রামটিই বাতেন নগর। তরুণ প্রজন্মের সকলের পছন্দের ব্যাক্তি আব্দুল বাতেন ইসলাম এর নাম অনুসারে ফাজিলপুর হাজি পড়া ও পশ্চিমপাড়া নিয়ে বাতেন নগর নামে আধুনিক নতুন গ্রামের প্রতিষ্ঠা হয় ২০১৭সালে।বাতেন নগরের পূর্ব ও উত্তর পার্শ্বে ফাজিলপুর গ্রাম, পশ্চিম পার্শ্বে তেঘরিয়া গ্রাম, দক্ষিণ পার্শ্বে চরপাকেরদহ গ্রাম।
প্রায় ৫০০শত পরিবারের বাসস্থান এই গ্রামে।
কৃষি আবাদি জমি ও মৎস্য চাষের পুকুর ঘিরে থাকা গ্রামটির প্রধান পেশা হলো কৃষি,উল্লেখযোগ্য পেশাগুলো ১/শিক্ষকতা ২/কাঠমিস্ত্রী ৩/সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরীজীবি৪/ব্যবসায়ী ৫/গৃহিণী ৬/ছাত্র-ছাত্রী।
বাতেন নগরে অবস্থিত উল্লেখযোগ্য বংশের নামঃ ১/মন্ডল ২/প্রামাণিক ৩/মোল্লা ৪/ফকির ৫/আকন্দ ৬/শেখ ও সৈয়দ।
ধর্মীয় উপসনালয়গুলোঃ ১/মৌলভীবাড়ী জামে মসজিদ ২/বাইতুননূর জামে মসজিদ
বীরমুক্তিযুদ্ধাগনঃ ১/রসূল মাহমুদ প্রামানিক ২/আব্দুর নুর লালমিয়া মাষ্টার ৩/মহেজ আলী প্রামাণিক।
সামাজিক সংগঠনঃ ১/যুব উন্নয়ন সংঘ্য ২/আদর্শ ছাত্র সংগঠন ৩/ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় সমবায় সমিতি ইত্যাদি।
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ বাছুরআলগা উত্তর বাছুরআলগা দক্ষিন রামপুর…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…