ফাজিলপুর গ্রাম চরপাকের দহ ইউনিয়ন

ফাজিলপুর গ্রাম চরপাকের দহ ইউনিয়ন

এটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের উল্লেখ্য যোগ্য একটি গ্রাম। ওর্য়াড নং ৬ । সরকারি বেসরকারি মিলে বেস কয়েকটা শিক্ষাপ্রতিস্ঠান রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা যথা,

১। ২ নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

২।পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 

৩। দক্ষিণ ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 

৪। ফাজিলপুর আবুল কাশেম ছালেমা এবতেদায়ী মাদ্রাসা

এবং ৫। ফাজিলপুর বালিকা দাখিল মাদ্রাসা 

গ্রামটির দুইটি ভাগ রয়েছে উত্তর ফাজিলপুর এবং দক্ষিন ফাজিল পুর।

* পাড়া/ মহল্লা
১. হাজী পাড়া ২. ফাজিলপুর মধ্যপাড়া ৩.তরফদারপাড়া ৪.পশ্চিম পাড়া. ৫ সোনার পাড়া ৬.নারি পাড়া ৭.পণ্ডিত পাড়া ৮. আকন্দ পাড়া ৯. মাথাঙ্গা।

* প্রকৃতি তে ঘেরা এই গ্রাম কৃষি নিরভর প্রধান ফসল গুলো হল ১.ধান ২. পাট ৩. আলু ৪. মাসকলাই ইত্যাদি।

* গ্রামিণ খেলাধুলার মধ্য রয়েছে ১. বউ ছি ২.গোল্লাছুট ৩.বদন ৪.এক্কা দুক্কা ৫.কুতকুত ৬. কানা মাছি ৭. হা-ডু-ডু
আধুনিক খেলার মধ্য রয়েছে, ১.ফুটবল ২. ভুলিবল ৩.
৪.ব্যডমিন্টন।


* সামাজিক সংঘ এর মধ্য রয়েছে ১. ফাজিলপুর বন্ধু পরিবার ক্লাব (মোবাঃ ০১৮৮০৭৮৯১১৩)

গ্রামের পশ্চিম ও উত্তর দিকে হচ্ছে ইউনিয়ন /বাজার

সন্মানিত ব্যক্তি ১.আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা তরফদার (সাবেক চেয়ারম্যান ১নং চরপাকের দহ ইউনিয়ন)
২.আলহাজ্ব নাজমুল হক মাস্টার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝরকাটা বহুমুখি উচ্চ বিদ্যালয়)