ফাজিলপুর গ্রাম চরপাকের দহ ইউনিয়ন

ফাজিলপুর গ্রাম চরপাকের দহ ইউনিয়ন

এটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের উল্লেখ্য যোগ্য একটি গ্রাম। ওর্য়াড নং ৬ । সরকারি বেসরকারি মিলে বেস কয়েকটা শিক্ষাপ্রতিস্ঠান রয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা যথা,

১। ২ নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

২।পূর্ব ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 

৩। দক্ষিণ ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 

৪। ফাজিলপুর আবুল কাশেম ছালেমা এবতেদায়ী মাদ্রাসাFB IMG 1600451100728 8a881b63

IMG 20181203 123333 5 01 67872acbIMG 20190616 090631 291 d7c0d3e5

এবং ৫। ফাজিলপুর বালিকা দাখিল মাদ্রাসা 

গ্রামটির দুইটি ভাগ রয়েছে উত্তর ফাজিলপুর এবং দক্ষিন ফাজিল পুর।

* পাড়া/ মহল্লা
১. হাজী পাড়া ২. ফাজিলপুর মধ্যপাড়া ৩.তরফদারপাড়া ৪.পশ্চিম পাড়া. ৫ সোনার পাড়া ৬.নারি পাড়া ৭.পণ্ডিত পাড়া ৮. আকন্দ পাড়া ৯. মাথাঙ্গা।

* প্রকৃতি তে ঘেরা এই গ্রাম কৃষি নিরভর প্রধান ফসল গুলো হল ১.ধান ২. পাট ৩. আলু ৪. মাসকলাই ইত্যাদি।IMG 20190228 155604 7 68c3b87aIMG 20190608 125559 2 01 2b162028

* গ্রামিণ খেলাধুলার মধ্য রয়েছে ১. বউ ছি ২.গোল্লাছুট ৩.বদন ৪.এক্কা দুক্কা ৫.কুতকুত ৬. কানা মাছি ৭. হা-ডু-ডু
আধুনিক খেলার মধ্য রয়েছে, ১.ফুটবল ২. ভুলিবল ৩.
৪.ব্যডমিন্টন।

IMG 20190703 180945 5 63e15cd9IMG 20190703 180614 0 01 94f61e30
* সামাজিক সংঘ এর মধ্য রয়েছে ১. ফাজিলপুর বন্ধু পরিবার ক্লাব (মোবাঃ ০১৮৮০৭৮৯১১৩)

Screenshot 20201104 215536 6c8e3585

গ্রামের পশ্চিম ও উত্তর দিকে হচ্ছে ইউনিয়ন /বাজার

সন্মানিত ব্যক্তি ১.আলহাজ্ব জহুরুল ইসলাম বাদশা তরফদার (সাবেক চেয়ারম্যান ১নং চরপাকের দহ ইউনিয়ন)
২.আলহাজ্ব নাজমুল হক মাস্টার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ঝরকাটা বহুমুখি উচ্চ বিদ্যালয়)