ঢেপুখালি গ্রাম নোওয়াপাড়া ইউনিয়ন
আমার গ্রামের নাম ঢেপুখালি, এটি সাতক্ষীরা জেলার অন্তরগত দেবহাটা উপজেলার নোওয়াপাড়া ইউনিয়নের ৪নং অর্ডের অন্তর্ভুক্ত। আমার ছোট গ্রামটির দক্ষিণে আছে কালাবাড়িয়া নামের একটি গ্রাম। আমার গ্রামটির দক্ষিণ- পূর্ব কলঘেসে চলে গেছে কালিগন্জ- দেবহাটা থানার বর্ডার এবং এই বর্ডার এলাকা ওপারে ভাগ করেছে বাবুরাবাদ নামের এক বাজার এলাকা জাই হোক মাঝে কিন্তু একটা ছোটো খাল দারা বিভক্ত গ্রামদয়।
খালের কথাই যখোন আসলো, ঢেপুখালি গ্রামটা আসলে তার সমস্ত সীমানা খাল দারা বেষ্টিত।গ্রামের পূর্বে আছে পাইকপাড়া নামের একটি গ্রাম। উত্তরে খলিসাখালি।উত্তর-পশ্চিমেে নোড়ারচ এবং পশ্চিমে কামিনিবশু গ্রাম। আমার এলাকার মানুষ একসময় এইজায়গায় বসতি গোড়তে যুুুদ্ধ কোরছে সেই যুুুদ্ধে এক মহিলাও শহীদ হয়েছিল যার নাম জাাহেদা তার নামে একটা গ্রামের নামও রাখা হয়েছে জাহেদা-নগোর।আমার এলাকা একসময় জলাভূমি ছিলো এখানকার পনিতে প্রচুর ঢেউ হতো লোকে এটাকে ঢেউখালি বলতো পরে এটা এখন ঢেপুখালি হোয়েগেছে।