দমদমা গ্রাম হাইতকান্দি ইউনিয়ন

দমদমা গ্রাম হাইতকান্দি ইউনিয়ন

দমদমা গ্রাম হাইতকান্দি ইউনিয়ন

AE9200FA 42E7 4337 B06D 01BCEBB658DF 0b6f3765
4F75A8B3 8457 46E3 896F F63E8326738C 56136bd9

 

দমদমা একটি ঐতিহ্যবাহী বৌদ্ধ উধ্যুসিত গ্রাম। যুগযুগ ধরে অসম্প্রদায়িক চেতনায় হিন্দু-মুসলিম-বৌদ্ধরা পারস্পারিক ভ্রাতৃের বন্ধনে সহ অবস্থান করে আসছে-।

বাংলাদেশের অনেক জ্ঞানগুণীর  জন্ম এই গ্রামেই। সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়াও দমাদমা গ্রামের একজন গর্বিত সন্তান। শিল্প সাহিত্য সংস্কৃতি লালনে মননে এ গ্রামের আলাদা বৈশিষ্টও রয়েছে। নিজামপুর মহা সড়ক থেকে  এই গ্রামের দূরত্ব প্রায় দু কিলোমিটার। শান্ত সৌম্য চির সবুজে ঘেরা গ্রামটিকে দেখে মনে হবে যেন লক্ষীর লীলানিকেতন। 

  1. গ্রামটির ঠিক একেবারে মাধ্যখানে রয়েছে “দমদমা বাজার” “ দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়” ব্যাংক, সাস্থ্য সেবা  কেন্দ্র সহ আরো গুরুত্বপূর্ণ স্থাপনা  যা গ্রামটিকে ভিন্নমাত্রায় সৌন্দর্য বর্ধন করেছে। মূলত গ্রামের প্রতিটি পাড়ার সংযোগস্থল  এ “দমদমা বাজারটি”।
  2. এই গ্রামের রয়েছে দৃষ্টিনন্দন সুরম্য  ৮টি বৌদ্ধ বিহার ও ঐতিহাসিক স্মৃতিবাহী নানা স্থাপনা।