বেজপাড়া গ্রাম শিমুলিয়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বেজপাড়া গ্রাম শিমুলিয়া ইউনিয়ন

বেজপাড়া গ্রামের পরিচিতি
পোষ্ট অফিসঃ বুতনী
ইউনিয়নঃশিমুলিয়া
ওয়ার্ড নংঃ৪
উপজেলাঃশিবালয়
জেলাঃ মানিকগঞ্জ

অবস্থানঃ
গ্রামের পূর্ব দিকেঃ দোলাকান্দা, গাংডুবি
উত্তর প্রান্তেঃ বড় বুতনী,
দক্ষিণ দিকেঃ ফেচুয়াধারা
পশ্চিম দিকেঃবিল বড়োইল ,ছোট বুতনী
দক্ষিণ-পশ্চিম প্রান্তেঃ কাছিধারা

যোগাযোগঃ সহজ পথ-
মানিকগঞ্জ হতে আরিচা /পাটুরিয়া যাওয়ার পথে অথবা আরিচা /পাটুরিয়া হতে মানিকগঞ্জ যাওয়ার পথে মহাদেবপুর নেমে রিক্সা/অটোরিক্সা/মোটরবাইক নিয়ে বুতুনী হয়ে বেজপাড়া যাওয়া যায়।

গ্রামের উল্লেখযোগ্য প্রতিষ্ঠানঃ
১।৪৮ নং বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
স্থাপিত ১৯৬৯
২।বেজপাড়া উচ্চ বিদ্যালয়
স্থাপিত ১৯৯৫
৩।বেজপাড়া কমিউনিটি ক্লিনিক
স্থাপিত ২০০০
৪।বেজপাড়া বাইতুন নুর জামে মসজিদ
৫।বেজপাড়া বাজার
স্থাপিত ২০১৯
৬।বেজপাড়া খাল ইছামতি র শাখা নদী- বেজপাড়া খালের দুই তীরে গ্রামের মানুষের বসতি
৭।বেজপাড়া ব্রিজ – খালের সংযোগ স্থল
প্রসিদ্ধিঃ
ধর্মীয় সম্প্রতি বন্ধনে সুদৃঢ়।কৃষি প্রধান গ্রাম-আমন ধান, ইরিধান, পিঁয়াজ, পাট, মরিচ, সরিষা, বিভিন্ন দরনের ডাল, সবজি,ফল উৎপাদন ভালো হয়। খেজুর গুড়ের সুনাম বিদ্যমান। বর্ষকালে গ্রামের চারদিকে পানি বিরাজ করে তখন প্রকৃতিতে নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়,নৌকায় ভ্রমণ করা যায়।