আদিয়াবাদ গ্রাম আদিয়াবাদ ইউনিয়ন
আমাদের গ্রামের বুক দিয়ে একটি নদী বয়ে যায় তার নাম আড়িয়াল খাঁ। নদীটি বর্তমানে শুকনো মৌসুমে প্রায় শুকিয়েই যায় নদীর এপার থেকে ওপারে সামান্য হাটুজল ভিজিয়েই যাওয়া যায় কিন্তু বর্ষার মৌসুমে যখন পানি থৈ থৈ তখন প্রকৃতি তার সুন্দর রুপ প্রকাশ করে।
এই নদী পারাপারের জন্য বর্তমানে ২টা ব্রিজ ও ১টা সাকো আছে। ২টা ব্রিজই খুব সুন্দর প্রথমটা আদিয়াবাদ গ্রাম থেকে শিবপুর থানাধীন পুরানকুটি বাজারের সাথে সংযুক্ত করা হয়েছে। এথেকে দুইপারের জনগনের যাতায়াতের সুবিধা ও ব্যাবসা বানিজ্যে উন্নতি হয়েছে। দিতীয় ব্রিজটা আদিয়াবাদ স্কুলের পাশে। এই ব্রিজটি স্কুলের ছাত্রছাত্রী ও দুই গ্রামের মাঝে ভাল বন্ধন তৈরি করেছে। বিকেল বেলা এই ব্রিজটিতে
অনেকে ঘুরাফেরা করতে আসে। আর যখন ঈদ অথবা এই গ্রামের কোন কাছাকাছি বড় কোন আনন্দ অনুষ্ঠান হয় সবাই এই জায়গাটিতে ঘুরতে আসে। আর এখানের স্কুলের নামটা সবাই গর্ভ করে বলে। এই স্কুলের নাম সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ।
স্কুলের সামনে বড় মাঠ পাশে দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদী নদীর পার ঘেষে সারি করে লাগানো গাছ আর এককোণে শহীদ মিনার দেখতেই কেমন যেন ভাল লাগা আর স্কুলের ভালবাসায় মন ভরে যায়। আর একপাশে একটা মসজিদ যা স্কুলকে আরো ফোটিয়ে তোলে। এই গ্রামের সবার গর্ভ এই স্কুলটি। সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ।
আর এখানকার সবচেয়ে বড় বাজার হচ্ছে রাধাগঞ্জ বাজার এই বাজারে দূর দুরান্ত থেকে অনেকে এখানকার হাটে আসে।বাজারের পাশেও সেই আড়িয়াল খাঁ নদী যা এই গ্রামটিকে একটা সুন্দর রুপ দিয়েছে। বাজারের ওপারের জনগনের আসার জন্য একটা সাকো আছে যা দূঃসময়ের বন্ধু কয়ে কাজে লাগে। আর এই গ্রামের একজন প্রিয় মানুষ হচ্ছেন সাবেক সংসদ সদস্য রাজিউদ্দিন আহাম্মেদ রাজু। উনাকে এই গ্রামের সবাই অভিবাবক হিসেবেই মানেন।
আর এই গ্রামের বর্তমান চেয়ারম্যান পরকাল গমন করায় হাজী সেলিম কে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার পরিচয় আমি রিয়াদ সরকার বাড়ি আদিয়াবাদ উত্তর পাড়া বর্তমানে সৌদি প্রবাসী।