কল্যাণ কলস গ্রাম কলাগাছিয়া ইউনিয়ন
আমদের গ্রাম টি হলো কল্যাণ কলস গ্রাম কলাগাছিয়া ইউনিয়ন । আমদের গ্রামে ৭ টি প্রতিষ্ঠানসহ ৫ টি মসজিদ আছে। স্বাস্থ্য কপ্লেক্সে ২টি ও একটি সরকারি হসপিটাল আছে। কল্যাণ কলস গ্রামের ডুকার আগে খারিজ্জামা মহা সড়ক ।ডুকতে ই মনোরম পরিবেশের গাছ পালা ছায়া ঘেরা শান্ত সুনিবিড় অনামিক পরিবেশে বিস্তীর্ণ। আমাদের গ্রামে ৩টি বড়ো হাট আছে। গলাচিপা উপজেলা ৩ টা গার্লস স্কুল আছে।তার মধ্যে কল্যাণ কলস গ্রামে একটা । এটা একটা অন্যতম বিদ্যাপিত।
এই স্কুল এর প্রতিষ্ঠত অ্যাডভোকেট জয়নাল আবেদীন খন্দকার।উত্তর কল্যাণ কলস একটা টিলা আছে।যেটা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ভিড় জমে। ছোট পাহাড় ও বলা হয়ে থাকে। খেলা ধুলা করার জন্য especially মাঠ আছে। এখান কার মানুষ খুব ধর্ম প্রাণ। কোনো জামেলা হয় না। সবাই কর্ম ব্যস্ত। কলাগাছিয়া ইউনিয়ন এ একটা পুলিশ ফারি আছে। গ্রাম আদালত আছে। গ্রাম পুলিশ খুব এক্টিভ। ইমারজেন্সি ফোন নম্বর 01786293891,