Connect With Alam Kibria Pasha
Alam Kibria Pasha
নয়ানগর

৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন

Alam Kibria Pasha
Alam Kibria Pasha

প্রিয় ৫নং চর গ্রাম, নয়ানগর ইউনিয়ন

নয়ানগর, মেলান্দহ, জামালপুর

গ্রামের অবস্থানঃ আমাদের এই গ্রামটি ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের সাধুপুর পোস্ট অফিসের আওতাধীন,,আমাদের এই পোস্ট অফিসের কোডটি হলো ২০১০, এটি জামালপুর জেলা শহর থেকে মেলান্দহ গামী হাইওয়ে রোডে ১০ কিঃমিঃ দূরে এবং মেলান্দহ উপজেলা থেকে ৬ কিঃমি দূরে মেলান্দহ রেল ওয়ে থেকে পূর্ব দিকে অবস্থিত।

গ্রামের নাম করণঃ ৫ নংচর গ্রামের নামের পিছনে তেমন ইতিহাস নেই। তবে আমরা মুরুব্বী দের কাছে যত টুকু শুনতে পারি। গ্রামটিতে ১ম অবস্থায় ৫ জন লোক বাঁ ৫ টি পরিবার বাস করব। সেখান থেকে গ্রামের নাম ৫নংচর হয়। আসে পাশে কয়েক টি গ্রাম রয়েছে যেমন, ২নংচর, ৪নংচর, ৬নংচর ইত্যাদি। খন্ড খন্ড পরিবার বসবাস করব একেক জায়গায় সেই হিসাবে এই গ্রামের নাম হয় ৫নংচর।

এই গ্রামের সীমান্তবর্তী গ্রামঃ আমাদের এই গ্রামের সীমান্তবর্তী গ্রাম রয়েছে, পশ্চিমে রয়েছে চরবসন্ত, কান্দাপাড়া, পূর্বে অবস্থিত পাথালিয়া, উত্তরে কামারচর (শেরপুর),দক্ষিনে রয়েছে চরপলিশা।

আমার গ্রামের সৌন্দর্যঃ গ্রাম মানেই শান্তির ঠিকানা,গ্রাম মানেই একটু ভালোলাগা একটু ভালোবাসার জায়গা,গ্রাম মানেই স্নেহ মায়া মমতায় বেচে থাকার প্রেরণা, গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের সৃষ্টি, বিধাতার সৃষ্টি যে এতো সুন্দর তা না দেখলে আপনে বুঝতে পারবেন না। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমাারোহ,ফসলের উপর স্নিগ্ধ আলো বাতাসের দোল বারবার মন মুগ্ধ করে দেয়। আজ যায়া সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদের শুরুটা হয়েছে এই গ্রাম থেকে,এই গ্রাম নিয়ে কত কবি সাহিত্যিক লেখেছে কত কাব্য,কত শিল্পি গাহিয়াছে গান নানা সুরে সুরে,গ্রামের সৌন্দর্য ফুটে উঠেছে কবিতার পাতায় পাতায়, নানা ঋতুতে গ্রামের রুপঃ বাংলার নানান ঋতু গ্রামে নিয়ে আসে নানা রকম সৌন্দর্যের সমারোহ,প্রতিটি ঋতুর জন্য থাকে ভিন্ন ভিন্ন আচার ও অনুষ্ঠান,যেমন গীষ্ম কালে নানা সবুজ ফসলের বাহার,শীতকালে খেজুরের ঠান্ডা রস খাওয়ার তৃপ্তি, বর্ষাকালে হাঠুপানিতে মাছ ধরার হিডিক,বসন্তকালে ফুটে উঠে বাহারি রংঙের ফুল,,কোকিলের কন্ঠে বেজে উঠে মধুর সুরের গান,শরতের কাশফুল দিয়ে তৈরী হয় এক অপার সৌন্দর্যে বেলা ভূমি

গ্রাম নিয়ে সৌন্দর্যের শেষ কথাঃ গ্রাম যে শুধু সৌন্দর্যে ভরপুর তা কিন্তু নয়,বরং গ্রামের সব কিছুই সুন্দর, গ্রামের সামাজিক ধর্মীয় এবং নানা  অনুষ্ঠান পালন করা হয় সুন্দর ভাবে

আমার গ্রামের পরিধি ও জন সংখ্যাঃ আমাদের এই গ্রামে মোট ৪/৫ হাজার লোকের বসবাস, ২৬০০ জন ভোটার রয়েছে, ৬০০ টি ঘর রয়েছে ৮০০ টি পরিবার রয়েছে, এই গ্রামে পরিবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা ৯ জন সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন, এই এলাকার মানুষের গড় আয়ু ৬৫-৭৫ বছর, এই গ্রামে পুরুষের চেয়ে মহিলাদের আয়ু বেশী এই এলাকার মানুষ যেমন কর্মঠ তেমনি সহজ,সরল

আমার গ্রামে প্রবেশ পথঃ আমাদের গ্রামে আসতে চাইলে কয়েক দিক দিয়ে পৌছাতে পারবেন যেমন, জামালপুর জেলা শহর থেকে মেলান্দহ উপজেলা গামী রোড়ে আসার পথে ঝিনাই ব্রিজ থেকে তালতলা হাতের ডানে পাকা পথ ধরে পৌছাতে পারবেন, আবার মেলান্দহ রেল ষ্টেষন থেকে থেকে জালালপুর ভিতর দিয়ে পাকা পথ ধরে আসতে পারবেন, এবং জামালপুর থেকে পাথালিয়া দিয়ে বাকলদ্দি হয়ে আমাদের গ্রামে প্রবেশ করতে পারবেন। এছাড়া নদী পথেও যে কোনো জায়গা থেকে প্রবেশ করতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানঃ আমাদের এই গ্রামে ২ টি মাদ্রসা, ২ টি প্রাইমারি স্কুল, ১ টি হাইস্কুল, ৩ টি মক্তব, ৩ টি কিন্ডার গার্ডেন রয়েছে।

চিকিৎসাঃ ৫নংচর গ্রামে একটি ক্লিনিক রয়েছে, বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ দিয়ে থাকে। আমাদের রয়েছে একটি ঈদগাহ মাঠ,যেখানে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আযাহায় একত্রিত হয়, কারণ আমাদের এই এলাকায় শতভাগ মুসলিম বসবাস করে

গ্রামের আয়: গ্রামের মানুষের আয়ের হলো কৃষিকাজ, চাকরী, ব্যবসা, আমাদের গ্রামের মূল আয়ের পথ হল কৃষি কাজ। এই গ্রামে ১০ হাজার একক চাষ করা হয়। এদের মধ্যে ধান, পাট, ভুট্টা, বেগুন ইত্যাদি।

বংশঃ এই গ্রামে কয়েক টি বংশ রয়েছে – প্রমানিক, শেখ, বেপারী, সরকার, সিকদার, খাঁ, মৃর্ধা, মূল্যা ইত্যাদি। গ্রামের সব চেয়ে বড় বংশ প্রমানিক, সব চেয়ে ছোট বংশ মূল্লা।

দর্শনীয় স্থানঃ ৫নংচর সবুজে শ্যামলে ঘেরা, এই গ্রাম মেলান্দহ উপজেলায় মধ্যে কয়েকটি বড় গ্রাম এর মধ্যে একটি। দর্শনীয় স্থান হল- ৫নংচর দক্ষিন ব্রীজ (বিকালে প্রচুর আড্ডা জমে), বিশ্বের দীর্ঘ তম নদ- বহ্মপুত্র এই গ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করেছে যা দেখার মত অপরূপ সুন্দর, মনোরম ও নিরিবিলি পরিবেশ এ সময় কাটাতে দূর দুরান্ত থেকে বিকালে লোকজন ছুটে আসে আমাদের গ্রামে।

বাজারঘাটঃ ৫নংচর গ্রামে রয়েছে একটি বিশাল বড় বাজার, এই বাজার এ সাধুপুর, কান্দা পাড়া, বাগলঘর, চরপলিশা, কান্দাপাড়া ও দূর দুরান্ত এলাকার লোকজন বাজার করতে আসে। কারন, এই গ্রামের কাচা সবজি, গরুর খাটি দুধ যা কোথাও পাওয়া যায় না।

গ্রাম ও মহল্লাঃ এই গ্রামের মধ্যে বর্তী স্থান ধরা হয়- ৫নংচর বড় জামে মসজিদ। এই মসজিদ থেকে কয়েকটি পাড়া বা মহল্লা বিভক্ত করা হয়েছে, যেমন দক্ষিন পাড়া, হাই স্কুল পাড়া, পশ্চিম পাড়া, মাঝি পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, প্রমানিক পাড়া, ঝাটির রাখ, নদীর ওপার, মৃর্ধা পাড়া, চর নবীন পাড়া, মধ্য পাড়া, মসজিদ পাড়া ইত্যাদি নামে বিভক্ত করা হয়েছে।

লেখকঃ মনিরুজ্জামান নিলয়

https://en.everybodywiki.com/Moniruzzaman_Niloy

https://www.facebook.com/engr.mzniloy

গ্রামের অফিসিয়াল ফেইসবুক গ্রুপঃ হৃদয়ে ৫নংচর

Alam Kibria Pasha
মেলান্দহ, জামালপুর 01983351451

Recent Posts

  • ফটিকছড়ি

কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন

কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…

8 months ago
  • চর বিষ্ণুপুর

বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন

বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…

8 months ago
  • আলীহাট

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন

রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…

9 months ago
  • বাংলাদেশ

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…

10 months ago
  • বাংলাদেশ

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…

10 months ago
  • বাংলাদেশ

শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ

শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…

10 months ago
Alam Kibria Pasha