এনায়েতপুর গ্রাম কাফ্রিখাল ইউনিয়ন -Anayetput gram kafikhal union
এনায়েতপুর গ্রাম কাফ্রিখাল ইউনিয়ন
অবস্থান : রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পূর্ব দিকে এনায়েতপুর গ্রামটির অবস্থান।
প্রশাসনিক তথ্য
এনায়েতপুর গ্রামটি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নে অন্তর্গত।
নামকরণ
ইতিহাসখ্যাত ফকির বিদ্রোহের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এনায়েতউল্লাহ ফকিরের জন্ম ও মৃত্য এই গ্রামে। তারই নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় এনায়েতপুর।
প্রতিষ্ঠান
এনায়েতপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং তিনটি মসজিদ রয়েছে।
ব্যক্তিবর্গ
এনায়েতপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সর্বাগ্রে আসে এনায়েতউল্লাহ ফকিরের নাম। তার বংশধরদের মধ্যে জলিল ফকির ও সোলায়মান ফকির সুপরিচিত ব্যক্তিত্ব। সোলায়মান ফকিরের তিন পুত্র বর্তমানে ফকিরবাড়িতে রয়েছেন। তারা হলেন- মো. গোলজার হোসেন খন্দকার, মো. আখতার হোসেন রতন এব মো. মোশাররফ হোসেন সেলিম। ফকিরবাড়িতে জন্ম নেওয়া দুজন লেখক আদিল ফকির ও শিস খন্দকার এই গ্রামেরই বাসিন্দা।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সারওয়ার নওশা এবং ডা. ফরহাদ হোসেন নান্না এই গ্রামে জন্মগ্রহণ করেন।
দর্শনীয় স্থান
ফকিরবাড়ি : এনায়েতপুর গ্রামের নামকরণ যার নামে, সেই এনায়েতউল্লাহ ফকিরের জন্ম এই বিখ্যাত ফকিরবাড়িতে।
নুহাচূড়া নদী : এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী নুহাচূড়া। প্রচলিত আছে, নুহ (আ) এর সেই ইতিহাসখ্যাত নৌকাটি এই নদীর কূলে কিছুদিনের জিন্য অবস্থান নিয়েছিলো। অন্যমতে, চাঁদ সওদাগরের বাণিজ্যতরী এই নদীপথে গমন করেছিলো।
প্রয়োজনীয় মোবাইল নাম্বার
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ-Nokola Upozala নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রামসমূহ-Nalitabari upozela কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…