এনায়েতপুর গ্রাম কাফ্রিখাল ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

এনায়েতপুর গ্রাম কাফ্রিখাল ইউনিয়ন -Anayetput gram kafikhal union

এনায়েতপুর গ্রাম কাফ্রিখাল ইউনিয়ন

অবস্থান : রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পূর্ব দিকে এনায়েতপুর গ্রামটির অবস্থান।

প্রশাসনিক তথ্য

এনায়েতপুর গ্রামটি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নে অন্তর্গত।

নামকরণ

ইতিহাসখ্যাত ফকির বিদ্রোহের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এনায়েতউল্লাহ ফকিরের জন্ম ও মৃত্য এই গ্রামে। তারই নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় এনায়েতপুর।

প্রতিষ্ঠান

এনায়েতপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং তিনটি মসজিদ রয়েছে।

ব্যক্তিবর্গ

এনায়েতপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সর্বাগ্রে আসে এনায়েতউল্লাহ ফকিরের নাম। তার বংশধরদের মধ্যে জলিল ফকির ও সোলায়মান ফকির সুপরিচিত ব্যক্তিত্ব। সোলায়মান ফকিরের তিন পুত্র বর্তমানে ফকিরবাড়িতে রয়েছেন। তারা হলেন- মো. গোলজার হোসেন খন্দকার, মো. আখতার হোসেন রতন এব মো. মোশাররফ হোসেন সেলিম। ফকিরবাড়িতে জন্ম নেওয়া দুজন লেখক আদিল ফকির ও শিস খন্দকার এই গ্রামেরই বাসিন্দা।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম সারওয়ার নওশা এবং ডা. ফরহাদ হোসেন নান্না এই গ্রামে জন্মগ্রহণ করেন।

দর্শনীয় স্থান

ফকিরবাড়ি : এনায়েতপুর গ্রামের নামকরণ যার নামে, সেই এনায়েতউল্লাহ ফকিরের জন্ম এই বিখ্যাত ফকিরবাড়িতে।

নুহাচূড়া নদী : এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী নুহাচূড়া। প্রচলিত আছে, নুহ (আ) এর সেই ইতিহাসখ্যাত নৌকাটি এই নদীর কূলে কিছুদিনের জিন্য অবস্থান নিয়েছিলো। অন্যমতে, চাঁদ সওদাগরের বাণিজ্যতরী এই নদীপথে গমন করেছিলো।

প্রয়োজনীয় মোবাইল নাম্বার

  1. আদিল ফকির : ০১৭৩৪০৮৮৭৩৩
  2. শিস খন্দকার : ০১৭৭৪০১৯৪৬৫