মক্রমপুর গ্রাম এবং ইউনিয়ন

মক্রমপুর গ্রাম

মক্রমপুর গ্রাম এবং ইউনিয়ন

মক্রমপুর বানিয়াচং উপজেলার ১১ মক্রমপুর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। শুধু মক্রমপুর গ্রাম নিয়ে ১ নং ওয়ার্ড গঠিত, এই গ্রামের ভিতরে কয়েকটি পাড়া রয়েছে। যেমনঃ পূর্বদিকে পূর্বহাটি , পশ্চিমে পশ্চিম হাটি, দক্ষিণে দক্ষিণ হাটি, পশ্চিমে পশ্চিম হাটি ও নয়াবাড়ি, উত্তরে লাতাইর ও মাঝে রয়েছে বড়হাটি। গ্রামের মধ্যখান দিয়ে একটি রাস্তা রয়েছে।

এই গ্রামে রয়েছে একটি ঐতিহ্যবাহী ঈদগাহ যাতে সারা গ্রামের মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে। এখানে একটি প্রাইমারি স্কুল ও দুইটি মাদ্রাসা রয়েছে। পুরাতন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রবীণ আলেমেদ্বীন শায়খ আব্দুল মাতিন সাহেব। যেখানে লেখা পড়া করে বের হয়েছেন শতাধিক কুরআন-হাদীসের বাহক উলামায়ে কেরাম। বর্তমানে এই গ্রাম ওলামায়ে কেরামের গ্রাম হিসেবে পরিচিত। অপরটি হল মহিলা মাদ্রাসা। যার প্রতিষ্ঠাতা মাওলানা কুতুব উদ্দিন।

এই গ্রামে বর্তমানে দুইজন মুফতি রয়েছেন, একজন মুফতি তাজুল ইসলাম আরেকজন মুফতি মঈন উদ্দিন খান তানভির। এখানে  ১০০ পার্সেন্ট মুসলমানের বসবাস। মক্রমপুর গ্রামে অনেক স্বনামধন্য লোকের জন্ম হয়েছে তন্মধ্যে শায়খ আব্দুল মাতিন সাহেব  (সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেমে দ্বীন) ও ডাক্তার তাজুল ইসলাম লিটন (যিনি বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন) বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রামের দক্ষিণ দিকে হিয়ালা, পশ্চিম টুপিয়াজুড়ি, পূর্বদিকে রতনা, উত্তরে হাওর।