বাগজুর গ্রাম শরীফপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

বাগজুর গ্রাম শরীফপুর ইউনিয়ন

গ্রামঃবাগজুর, ইউনিয়নঃশরীফপুর,উপজেলা কুলাউড়া,জেলাঃমৌলভীবাজার।

গ্রামের অবস্থান: বাগজুর শরীফপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ভারতের সীমান্তবর্তী প্রতন্ত্য অঞ্চলের একটি ছোট্র গ্রাম।বাগজুর গ্রাম উত্তর এবং দক্ষিণ ও পুর্বে অবস্থিত এবং পশ্চিমে মনু নদী ও ভারতের ত্রিপুরা রাজ্য। বাগজুরের উত্তরে শরীফপুর গ্রাম এবং দক্ষিণ ও পুর্বে তেলিবিল গ্রাম অবস্থিত।

নামকরণঃ কথিত আছে পুর্বে বাগজুর ছিল জঙ্গল এবং ছোট্র একটি খাল ছিল, (স্হানীয়রা জুর হিসেবে ডাকত) সেখানে প্রতিদিন বাঘ এসে জুরে পানি খেত এবং মানুষের মুখে মুখে বাগজুর প্রচারিত হয় পরবর্তীতে মানুষের বসবাস উপযোগী হলে সেই থেকে বাগজুর নামকরণ করা হয়।

এই গ্রামসহ আশপাশের গ্রামে অসংখ্য অনেক গভীর নলকুপ রয়েছে যেই নলকূপগুলো থেকে অটোমেটিকভাবে পানি আসে অবিরত ২৪ ঘন্টা।

প্রতিষ্ঠান: এই ছোট্ট গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং দুইটি জামে মসজিদ রয়েছে।

সম্মাণিত ব্যক্তিবর্গঃ

  • ১.মোঃআব্দুল কাইয়ুম,সুপারভাইজার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
  • ২.মোবারক আলী,সম্মানীত ব্যক্তি।
  • ০৩. এম এ মুহিত
  • ৪.হাজী রমজান আলী,সাবেক ইউপি সদস্য
  • ০৩ নং ওয়ার্ডের।
  • ৫.মোঃআব্দুল কাদির পারবেজ, সাবেক সহকারী একান্ত সচিব,সৈয়দ মহসিন আলী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী।
  • ৬.আব্দুল আহাদ,বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সিকিউরিটি এসিস্ট্যান্ট ও সাবেক ব্যাক্তিগত সহকারী, সৈয়দা সাজেদা চৌধুরী সাবেক সংসদ উপনেতা। এবং প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদ উপনেতা থাকাকালীন অবস্হায় উনার পার্সোনাল স্টাফ ছিলেন।
  • ০৭.মোঃফাহাদ চৌধুরী কয়েছ, একান্ত সহকারী সচিব, পীর ফজলুর রহমান, বিরোধী দলীয় হুইপ।
  • ০৮.মোঃ শামসুল হক,তেলিবিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক শরীফপুর ইউপির বিএনপির সাধারণ সম্পাদক।
  • ০৯.মোঃ ইয়াজিদ আলী,বটতলা বাজার কমিটির বর্তমান সভাপতি।
  • ১০.মোঃ আব্দুল কাদির মাস্টার।
  • বাগজুর
  • বাগজুর1
  • বাগজুর2
  • 126170469 494902744760590 8229827580749321735 n
  • 126200605 1103126280117664 6973944969667999352 n
  • 126229892 151675363317523 42966818836469365 n
  • 126310587 426216731725923 8066022005512633053 n
  • 126319683 2644244935867619 7565685085449647492 n