পবনডাঙ্গা গ্রাম পাঁচুপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পবনডাঙ্গা গ্রাম পাঁচুপুর ইউনিয়ন

নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত আত্রাই নদীর তীরে অবস্থিত অপরূপ সুন্দর গ্রাম হলো পবনডাঙ্গা। এই গ্রামের পূর্বে বিপ্রবোয়ালিয়া, পশ্চিমে মধ্যবোয়ালিয়া,  উত্তরে বিস্তৃর্ণ িবল এবং দক্ষিণে মহিষডাঙ্গা গ্রাম অবস্থিত।  পবনডাঙ্গা গ্রামে ৫৩২ লোকের  বসবাস। এখানে ১টি মসজিদ,১টি মাদরাসা ও ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই  গ্রামের সকলে মুসলিম। ছোট্ট এই গ্রামকে   প্রকৃতি মায়ের মতো আগলে রেখেছেন। অনেক সুন্দর গ্রামের দৃৃশ্য মুগ্ধ করে সকলকে। শিক্ষানুরাগী এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী হলেও নিজেদের সন্তানের পড়াশোনার বিষয়ে আগ্রহী।

যেকেও এই গ্রাম ভ্রমনে আসতে পারেন। পবনডাঙ্গা গ্রামের মানুষজন খুবই অতিথিপরায়ণ। আত্রাই উপজেলা থেকে ৬ কিলোমিটার দূরে এই গ্রামে আসতে হলে আত্রাই থেকে যেকোনো ভ্যান বা অটো করে আসতে পারবেন। সঙ্গে উপভোগ করতে পারবেন রাস্তার দুই পাশের অপরূপ দৃশ্য। পবনডাঙ্গা গ্রাম লুকিয়ে থাকা স্নিগ্ধতা।  তাই আপনি যদি এই স্নিগ্ধতার স্বাদ পেতে চান তাহলে আজই চলে আসুন পবনডাঙ্গা।