কুরুইন গ্রাম মোহনপুর ইউনিয়ন

কুরুইন গ্রাম মোহনপুর ইউনিয়ন

কুরুইন গ্রাম মোহনপুর ইউনিয়ন

আসলে আমার/আমাদের গ্রাম সম্পর্কে বলার কিছু নাই। কেন না! সবার কাছে তার নিজ নিজ  গ্রাম ও গ্রামের প্রকৃতি খুুুব সুন্দর। তাই গ্রাম ও গ্রামের প্রকৃতির সুন্দরর্যের কথা ভলবো না। সুদু মাত্র গ্রামের আবস্তান সম্পর্কে বলবো।

গ্রামের নাম কুরুইন,যা মোহনপুর বাজার ইউনিয়ন পরিষদের আন্তর বুক্ত ৩নং ওয়াড। আমাদের গ্রাম ইউনিয়ন পরিষদের  মানে মোহনপুরের পশ্চিমে আবস্তিত। গ্রামের (কুরুইন) দক্ষিনে ভৈসেরকুট,

উত্তরে তালতলা, পূর্বে মোহনপুর ও পশ্চিমে ছেচরাপুকুরিয়া যা সুলতানপুর ইউনিয়নপরিষদের আন্তর ভুক্ত।  

আমি আমাদের গ্রামের উত্তরে থাকি। আমাদের গ্রামে একটি সরকারি স্কুল ও কয়েকটি (৫-৬) বেসরকারি স্কুল এবং একটি নূরানী হাফেজি মাদ্রাসা আছে।

  • উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ বলতে আছেন আনুমানিক ১০-১১ জন সরকারী ও বেসরকারী শিক্ষক/শিক্ষিকা। এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে।