উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন

উত্তর বাগবের গ্রাম

উত্তর বাগবের গ্রাম পাঁচথুবি ইউনিয়ন

বাংলার সবুজ শ্যামল গ্রাম বলতে যা বুঝায়, তারই প্রকৃত নিদর্শন আমাদের গ্রাম ‘উত্তর বাগবের’। সীমান্তের কিছুটা নিকটে হলেও সদর শহর থেকে  ১৫ -২০ মিনিটের দূরত্ব মাত্র। নামকরন সম্পর্কে সুনিশ্চিত নয়, তবে কথিত আছে কোন এক সময় বাঘ আটক করেছিল বলে এই নামকরন।

হাফেজ, মাওলানা, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, কৃষক, ব্যবসায়ী, প্রবাসী, সরকারী-বেসরকারী চাকুরীজীবি, দেশের নিরাপত্তা ও সশস্র বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশার মানুয়ের বসবাস। সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলিয়া ও হেফজ মাদ্রাসা  এবং কিন্ডারগার্ডেন এর মত শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা পরিপূর্ণ।