গোলাবাড়ি গ্রাম পাঁচথুবী ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

গোলাবাড়ি গ্রাম পাঁচথুবী ইউনিয়ন

আমাদের গ্রামের নাম গোলাবাড়ি। গোলাবাড়ি নামটা ঠিক কখন কিভাবে শুরু হয়েছে জানিনা তবে ছোটবেলা থেকে যা দেখেছি- এই গ্রামটার কৃষিনির্ভর এবং বিশেষ করে ধান উৎপাদনে এই  গ্রাম স্বনির্ভর ছিল। আমাদের নিজের বাড়িতে তিনটা গোলা ছিল, তারমধ্যে একটা চালের গোলা একটা ধানের আর একটা ছিল তুষের গোলা। ধান ভাঙানোর পরে যে খোসাটা থাকে সেটাই তুষ। 

গ্রামের প্রতি বাড়িতেই  গোলা ছিল, হয়তো সে থেকেই এই গ্রামের নাম গোলাবাড়ি।  গোলাবাড়ি গ্রামে আছে দুইটা মাসজিদ একটা প্রাইমারি স্কুল এবং একটা মক্তাব

 গ্রাম  খানা দেখতে অনেকটা ইংরেজি হরফ ইউর ‘U’ মতন ।  ইউর বাহু বরাবর গ্রামের বাড়ি গুলো আর তার পেটের মাঝে গ্রামের সমস্ত কৃষি জমি গুলো ।  ইউর ডান বাহু বরাবর বয়ে গেছে স্রোতস্বিনী গোমতী নদী, সেই পথ ধরে কেউ চলতে থাকলে হঠাৎ হোঁচট খাবে একটা  সিমেন্টের পিলারে যার এক পাশে লেখা আছে বাংলাদেশ অন্যপাশে ইন্ডিয়া ।  বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত আমাদের গ্রাম খানা তার সাথে আরও আছে ছোট-বড় 6 টি গ্রাম।  সবগুলোকে একসাথে আমরা বলি সেভেন স্টার। গ্রামের এক কবি লিখেছিলেন:

আমাদের সাতটি গ্রাম যেন একই মায়ের সাত সন্তান,

বাংলাদেশের যেখানে শেষ আর ভারতের শুরু সেখানে তার অবস্থান

যার দক্ষিনে গোমতীর স্রোতধারা নিত্য বহমান,

পূ্বে গাজীর আইলযেন এক সতর্ক প্রহরী সদা দন্ডায়মান,

উত্তরে হানকি জলা বিশাল বিস্তীর্ণ জলাধার,   

পশ্চিমে শস্যশ্যামল সবুজের সমাহার।

এরই মাঝে আমাদের সাতটি গ্রাম যেন আকাশের সাতটিতারকা সমান!

একসাথে উদিত হয়, একসাথে অস্ত যায়, আর একইসাথে আলো ছড়ায়,

আমরাও তেমনি একসাথে থাকি দুঃখ বেদনা আনন্দ আর ভালোবাসায়।