সাদাপুর-কাজিপাড়া গ্রাম বনগাঁও ইউনিয়ন
আমাদের গ্রামের নাম-সাদাপুর-কাজিপাড়া, এটি বনগাঁ ইউনিয়ের ৩ নং ওয়াডের অন্তরগত। গ্রামের দক্ষিণ, পশ্চিম ও পূর্ব পাশে খাল ও বিল রয়েছে, উত্তর পাশে বিশাল কাঠাল বাগান তারপরই একটি বিল। বিলের উত্তর পাশে ধরেন্ডা গ্রাম যা উপজেলার বিরুরিয়া ইউনিয়নের অন্তরগত। পূর্ব দিকের খালের পরে চাকুলিয়া, দক্ষিণ দিকের খাল পাড় হয়ে বেরাইদ ও গান্দারিয়া গ্রাম। পশ্চিম দিকের খাল পেরিয়া সাভারের গেন্ডা গ্রাম।
গ্রামের খালপাড় নামক স্থানটি বিকেলে মিলন মেলায় পরিণত হয়। ছেলেদের মধ্যে মোঃ মনিরুজ্জামান (১৯৮৯সালে) এবং মেয়েদের মধ্যে মুনিরা সুলতানা গ্রামের প্রথম পোস্ট গ্রাজুয়েট (২০১৩ সালে) ,উভয়ই ঢাবিয়ান। মুনিরা সুলতানা পরে জার্মানি থেকেও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী লাভ করেন, ইতালি বসবাস করছেন।