ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল শুক্রবার ব্যাতিত সপ্তাহের সকল দিনই চিকিৎসা সেবা প্রধান করা হয়। শনিবার বহিঃ বিভাগ চালু থাকে এবং জরুরি বিভাগ সাপ্তাহের সকল দিনই চালু থাকে। প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বহিঃ বিভাগ চিকিৎসা সেবা দেওয়া হয়। হাসপাতালের কনসালটেন্সি সমূহ
গাইনাকোলজি, সার্জারি, মেডিসিন, ই.এস.টি, আর্থোপেডিক্স, পিডিয়াট্রিক্স, কার্ডিওলজি, ডেন্টাল এবং সেক্স অ্যান্ড  ডার্মাটলজি।

ক্লিনিক্যাল সেবা এবং বিভাগ সমূহ :
প্যাথলজি বিভাগ
এক্সরে বিভাগ
ই.সি.জি বিভাগ
আল্ট্রাসনোগ্রাম
ফিজিওথেরাপি
ভি.আই.ই সেবা

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এর সরকারি ঔষধ বিতরণ ব্যাবস্থা প্রতিদিন পাওয়া যাবে।
ই.পি.আই কার্যক্রম শুক্র এবং শনিবার ছাড়া রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত চালু থাকে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টিকা প্রদান করা হয়।
বহিঃ বিভাগ রোগীর ফি ৫ টাকা এবং প্রতিদিন সকাল ৮ টা থেকে ১:৩০ পর্যন্ত টিকিট প্রদান করা হয়।
আন্তঃবিভাগ
জরুরি বিভাগ ২৪ ঘন্টা সেবা প্রধান করা হয়
জরুরি প্রয়োজনে >>>01730324766
জরুরি বিভাগে টিকিট ফি ৫ টাকা এবং ভর্তি ফি ১০ টাকা ব্লাড ব্যাংক ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকেন

সরকারি কর্তৃক কেবিনের ভাড়া সমূহ :
জেনারেল বেড – ফ্রি
জেনারেল পেইং বেড ভাড়া – ২০০ টাকা
মাইনর অপারেশন ফি – ৫০০ টাকা
সাধারণ কেবিন ভাড়া – ২৭৫ টাকা
বাথরুম সহ কেবিন ভাড়া – ৩২৫ টাকা
ডাবল কেবিন ভাড়া – ৫৫০ টাকা
ভি আই পি কেবিন  ভাড়া – ১১২৫ টাকা
ভি আই পি কেবিন এবং সি কেবিন রাস্ট্রীয় কাজে নিয়োজিত কর্মকর্তার জন্যে।
বিষেশ তথ্য  :
কোন অপারেশন রোগী যদি পেইং বেডে অবস্থান করেন সেক্ষেত্রে মাইনর অপারেশন জন্য ৫০০ টাকা এবং মেজর অপারেশনের জন্য ১০০০ হাজার টাকা
আবার যদি কেবিনে অবস্থান করেন সেক্ষেত্রে মাইনর অপারেশন ১০০০ টাকা মেজর অপারেশন ২০০০ হাজার টাকা
সরকারি প্রাপ্ত এ্যাম্বুলেন্স সমূহ ২ টি :
প্রয়োজনীয় নাম্বার
আবুল কালাম আজাদ >>>01717358595
নূরুজ্জামান >>> 01724574687

আরও তথ্য জানতে ক্লিক করুন

জরুরী এ্যাম্বুলেন্স পেতে ক্লিক করুন