লবখাঁ গ্রাম মূলগ্রাম ইউনিয়ন
লবখাঁ,কসবা উপজেলাধীন ১নং মূলগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি গ্রাম।গ্রামটির পূর্বে রাইতলা,উত্তরে মূলগ্রাম,পশ্চিমে বাহাদূরপুর ও দক্ষিণে নিবড়া।কালিহারি নদী গ্রামটিকে মূলগ্রাম ও রাইতলা থেকে পৃথক করেছে।
লবখাঁ নামকরনঃ লবখাঁ নামটি লবন খাঁ থেকে উৎপত্তি তা নিয়ে কারোরই দ্বিমত নেই। ১৫শ শতকের শেষের দিকে লবন খাঁ নামের একজন ব্যাক্তি অন্য এলাকা হতে এইখানে বসতি স্থাপন করেন ও স্থায়ীভাবে বসবাস শুরু করেন,সেই থেকেই যুগের বিবর্তনে লবন খাঁ থেকে লবখাঁ নামকরন যা গ্রামের প্রাচীন নথিপত্র হতে জানা যায়
গ্রামের উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে,মুন্সি বাড়ি,দারুগা বাড়ি,উত্তরা মডেল টাউন,দিঘির পাড়,তালগাছের তলা।
গ্রামের উল্লেখযোগ্য ব্যাক্তির মধ্যে রয়েছেঃঃমুন্সি বজলুল হক(কালু মুন্সি,সভাপতি,যুক্তফ্রন্ট,কসবা,মূলগ্রাম),আব্দুর ছাত্তার দারুগা(১৯৫৫-১৯৬৫),মুন্সি আব্দুল হান্নান(মেজর,সাবেক সভাপতি,কসবা সমিতি),মুন্সি হারুনর রশীদ,মুন্সি রফিকুল ইসলাম(কর্ণেল),মুন্সি নজরুল ইসলাম(৩১তম বিসিএস,ইকোনমিক ক্যাডা,৭ম),মুক্তিযোদ্ধা, আব্দুর রহমান(পাক-ভারত যুদ্ধ১৯৬৫ তে পাকিস্তান সেনাবাহিনী থেকে স্বর্ণপদক প্রাপ্ত) মুন্সি বাড়িকে কেন্দ্র করে এ-ই গ্রামের শিক্ষা,রাজনীতি,ইসলামী সাংস্কৃতির বিকাশ হয়েছে। প্রায় ১৫০বছর মুন্সি বাড়ি গ্রামকে নেতৃত্ব দিয়েছে। গ্রামে ইস্কুল,মসজিদ বিদ্যুতায়ন,অবকাঠামোগত উন্নয়ন মুন্সিবাড়ির মাধ্যমে হয়েছিলো।
গ্রামের সাক্ষরতার হার প্রায় ৮৭%। লবখাঁ ই কসবা উপজেলার একমাত্র গ্রাম যেখানে কোনো দলাদলি,মারামারি নেই।