রাইতলা গ্রাম মূলগ্রাম ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

রাইতলা গ্রাম মূলগ্রাম ইউনিয়ন

রাইতলা গ্রামের নামকরণ : রাইতলা শব্দটি এসেছে ‘ রায়ত ‘ শব্দ থেকে । আরবি ‘ রঈয়ৎ ‘ শব্দ থেকে ‘ রায়ত ‘ শব্দটি এসেছে । রায়ত ‘ শব্দের আভিধানিক অর্থ প্রজা বা কৃষক । ১৭৭৬ সালের এক সরকারি দলিলে ‘ রায়ত ‘ শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে জমির প্রত্যক্ষ দখলদার , জমির মালিক বা প্রজা হিসেবে । বাংলার অসংখ্য চাষি যারা ছােট ছােট খণ্ডে জমি চাষ করত তাদেরকে সাধারণত ‘ রায়ত বলত । আর ‘ তলা ‘ অর্থ পুকুর হলেও , এখানে ক্ষেত্র বা স্থান বুঝানাে হয়েছে । রাইতলা হলাে প্রজাদের স্থান । কালিয়ারি নদী , হাতনির বিল , খাল , ডােবা ইত্যাদি নিয়েই এ গ্রাম ।