মুরারী পাড়া গ্রাম বড় বিহানালী ইউনিয়ন
বড় বিহানালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আমাদের গ্রাম অবস্হিত। আমাদের গ্রামের পূর্বে মন্দিয়াল, উত্তরে চকপাড়া, দখিনে কুলিবাড়ী গ্রাম আর পশ্চিমে উপজেলা সদরের সাথে যোগাযোগের পাকা রাস্তা। আমাদের গ্রাম হতে উপজেলা সদরের দুরত্ব ৬ কিলোমিটার। ইউনিয়ন পরিষদরের দুরত্ব ৬০০ মিটার।
গ্রামে ১টি এবতেদায়ী মাদ্রাসা ও ২টি জামে মসজিদ আছে। এ গ্রামের লোকসংখ্যা প্রায় ৬০০ জন। এ গ্রামে শিক্ষিতের হার প্রায় ৪০% স্বাক্ষরতার হার ৮৫%। এ গ্রামের বেশিরভাগ লোক কৃৃৃষিজিবী। এ গ্রামে পল্লী চিকিৎসক, উকিল, শিক্ষক, ব্যাংকার, সরকারি ও বেসরকারি চাকুরিজীবি রয়েছে।
সুজলা সুফলা আমাদের গ্রামের লোকজন সবাই খুব সহজ সরল। আমাদের গ্রাম হতে জেলা সদরের দুরত্ব ৫৬ কিলোমিটার, থানার দুরত্ব ১০ কিলোমিটার, উপজেলা হেলথ কমপ্ললেক্স এর দুরত্ব ১১ কিলোমিটার। আমাদের গ্রামের জনবসতির ১০০% মুুসলিম।