ভাতঘর পাড়া গ্রাম যোগী পাড়া ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

ভাতঘর পাড়া গ্রাম যোগী পাড়া ইউনিয়ন

আমার কাছে আমার গ্রাম খুবই সুন্দর। আমাদের গ্রাম বাগমারা থানার অন্তর্গত যোগীপাড়া ইউনিয়নে ২নং ওয়াডে অবস্থিত, এটি বাগমারা থানার শেষে এবং আত্রাইয়ের শুরুতে অবস্থিত। আমাদের গ্রামে পূর্ব এবং দক্ষিণে একটি বড় বিল আছে। যে বিলের নাম সুখের চারা এবং এ বিলে প্রচুর পরিমাণ শস্য উৎপাদন হয় যার কারণে আমাদের গ্রামের প্রতিটা ঘরে ঘরে ভাত থাকে। এবং এ থেকে আমাদের গ্রামের নাম অনুকরণ করা হয় ভাতঘর পাড়া। আমাদের গ্রামে একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় আছে এবং পাঁচটি মসজিদ রয়েছে। আমাদের গ্রামে 100 ভাগ লোক মুসলমান।