মান্দারপুর গ্রাম বাদৈর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মান্দারপুর গ্রাম বাদৈর ইউনিয়ন

মান্দারপুর বাদৈর ইউনিয়নের সর্ববৃহৎ ও জনবহুল গ্রাম। এ গ্রামে রয়েছে দুটি পূর্ণ ও দুটি আংশিক ওয়ার্ড। দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি এবতেদায়ি মাদ্রাসা, একটি মাধ্যমিক বিদ্যালয়। মান্দারপুর বৃহৎ গ্রাম হওয়া সত্ত্বেও এ গ্রামের বাসিন্দাগণ একটি কেদ্রীয় মসজিদ ও ঈদগাহে তাদের জুমা ও ঈদের জামাতে মিলিত হন।

যদিও অনেক ছোট- বড় মসজিদ রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য। দুটি বাজার যথাক্রমে গ্রামের উত্তর ও দক্ষিণ অংশে বিদ্যমান। ইউনিয়ন পরিষদ অফিসটি আমাদের এ মান্দারপুরে ই অবস্থিত। গ্রামের দুটি হাফেজিয়া মাদ্রাসায় দূরদূরান্তের শিক্ষার্থীগণ আসেন কুরআন শিক্ষায় অংশ নিতে।

এ গ্রামের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ডাঃ আব্দুল কাদির( ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সার্জন), ডাঃ হাবিবুর রহমান, প্রফেসর আব্দুল মালেক(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মামুনুর রশিদ (জি এম বাংলাদেশ কৃষি ব্যাংক), সুবেদার আব্দুল আওয়াল(বীর প্রতীক),  আব্দুল মান্নান মাস্টার  প্রমুখ।