মান্দারপুর গ্রাম বাদৈর ইউনিয়ন
মান্দারপুর গ্রামের নামকরণ : ব্রিটিশ আমলে গ্রামের তালিকায় গ্রামটির নাম মাদারপুর । ‘ পুর ” শব্দটির অর্থ অনেক কিছু বােঝায়। মহাভারতের যুগে গ্রামের নারীরা গ্রামের বাহিরে জমিতে কাজ করত । তখন জমি বা মাঠের পাশে দেওয়াল ঘেরা উঁচু স্থানে তৈজসপত্র , শস্যাদি ভরে বা পুরে রাখত । “ পুর ‘ শাব্দিক অর্থ ‘ পুরে দেওয়া ‘ , ‘ ভরে দেওয়া ‘ , ‘ ঢুকিয়ে রাখা ‘ । আবার ‘ পুর ‘ অর্থ স্থান বা জায়গা । বর্তমানে ‘ পুর ‘ অর্থ গৃহ , গ্রাম , নগর ইত্যাদি । আবার ‘ মাদা ‘ অর্থ বহু পুরান । এটি এ অঞ্চলের পুরাতন গ্রাম । আবার কারাে কারাে মতে , ‘ মান্দার ‘ গাছ থেকে মান্দারপুর গ্রাম । গ্রামে প্রচুর মান্দার গাছ ছিল । তবে প্রথম মতটি থেকে শেষের মতটিই বেশি গ্রহণযােগ্য ।