দেলি গ্রাম খাড়েরা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

দেলি গ্রাম খাড়েরা ইউনিয়ন

দেলি গ্রামের নামকরণ : দেশি শব্দের অর্থ সিড়ি , শাখা – প্রশাখা , গােবরের জ্বালানি । ১৯১০ – ১২ সালে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রামের তালিকায় এর নাম দেৰী ( Debj ) । কিন্তু গ্রামটি মুসলিম অধ্যুষিত । তাই দেখা থেকে দেলি নামকরণ হতে পারে না । উল্লিখিত শব্দার্থ থেকে নামকরণ বের করা কঠিন । মাটির টুকরাকে ঢেলা বলা হয় । এ ঢেলা ’ গ্রামের চারিপাশ বিস্তৃত জমিতে বিরাজমান । পার্শ্ববর্তী গ্রামের মানুষরা দেলা গ্রামে আসতে জমির মাটির ঢেলা ডিঙ্গিয়ে । তাই পাশের গ্রামের মানুষ এক মামাকে দেলি বলত । গ্রহণযােগ্য মত হলাে – গ্রামের এক আদি নিবাসী বারান্দা ও সিড়ি দিয়ে একটি সুন্দর বাড়ি নির্মাণ করেন । তাই সংস্কৃত দেহলি > দেলি শব্দ থেকে গ্রামের এরূপ নামকরণ । দেহলি অর্থ সিড়ি । এই মতটি গ্রহণযোগ্য ।