মাঝারি জোয়ানেরপাড়া গ্রাম দিগপাইত ইউনিয়ন

hard logo

মাঝারি জোয়ানেরপাড়া গ্রাম দিগপাইত ইউনিয়ন

জামালপুর সদর উপজেলার ১৪নং দিগপাইত ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি মাঝারি গ্রাম জোয়ানেরপাড়া। কথিত আছে যে, আমাদের গ্রামের পূর্ব পুরুষরা অনেকটা জোয়ান প্রকৃতির অর্থাৎ বেশ শক্ততিশালী ও সবল প্রকৃতির ছিল। সেজন্যই এই গ্রামের নাম হয়েছে জোয়ানের পাড়া। অবশ্য সেই ধারা এখনো বহমান। 

এই গ্রামের শতকরা মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং পেশাগত দিক দিয়ে অধিকাংশ কৃষিজীবী। আমাদের গ্রামে রয়েছে তিনটি মসজিদ, রয়েছে বিশাল আকৃতির দুটি পুকুর। আমাদের গ্রামে দুটি অভিজাত বংশ যেমন মন্ডল ও তালুকদার বংশপরম্পরায় আজও বিদ্যমান।এই গ্রামের তরুণ প্রজন্ম এখন ধীরে ধীরে  বিভিন্ন শিক্ষায় মনোযোগ দেওয়া শুরু করেছে এবং গ্রামটি উন্নতির শিখরে পৌঁছাতে অপরিসীম ভূমিকা পালন করছে।