পুগলই গ্রাম তিতপল্লা ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

পুগলই গ্রাম তিতপল্লা ইউনিয়ন

জামালপুর জেলার সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটি মাঝারি গ্রাম পুগলই । এই গ্রাম তিতপল্লা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রাম । এই গ্রামের পাশেই সরিষাবাড়ী উপজেলার শুরু ।এই গ্রামের শতভাগ মানুষই ইসলাম ধর্মের অনুসারী । এবং পেশাগত দিক দিয়েও অধিকাংশ কৃষিজীবী ।

এই গ্রামে রয়েছে ৩ টি মসজিদ , ১ টি বাজার , একটি চক্ষু হাসপাতাল প্রভৃতি । এই গ্রামের জনপ্রতিনিধিরা গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে । এই গ্রামে ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় , ১টি উচ্চ বিদ্যালয় , ১ টি মাদ্রাসা রয়েছে । এই গ্রামের প্রাকৃতিক পরিবেশটাও খুব সুন্দর ।

এই গ্রামের তরুণ প্রজন্ম এখন ধীরে ধীরে শিক্ষায় মনোযোগ দেয়া শুরু করেছে । এই গ্রামের জনপ্রিয় ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন ডাঃ শেখ এম এ মান্নাফ , মোঃ আছকেন আলী প্রমুখ । আশা করি ভবিষ্যতে এই গ্রাম আরও উন্নতি করবে এবং ভবিষ্যত প্রজন্ম গ্রামটিকে আরও এগিয়ে নিয়ে যাবে ।