মহিউদ্দীন নগর গ্রাম সুলতানপুর ইউনিয়ন
গ্রামের নাম মহিউদ্দীননগর, এটি সুলতানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তরভুক্ত,আমাদের গ্রামের পশ্চিমে ও উওরে সুলতানপুর পূর্বে আহরন্দ ও দক্ষিণে তিতাস নদী তারপর মধুপুর, আমাদের গ্রামের উল্লেখ যোগ্য স্হানের মধ্যে কুমিল্লা সিলেট মহাসড়ক মহিউদ্দীননগর বাসষ্টেন্ড,মহিউদ্দীননগর কেন্দ্রীয় জামেমসজিদ, মহিউদ্দীননগর বাসষ্টেন্ড জামেমসজিদ, মহিউদ্দীননগর ঈদগাহ ময়দান, মহিউদ্দীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহিউদ্দীননগর রাহমানিয়া দরবার শরীফ, মহিউদ্দীননগর গ্রামের নামকরণ :-আজ হতে প্রায়২৫০ বছর আগে অষ্টদশ শতকের শেষভাগে নবীনগর উপজেলার জুলাইপাড়া গ্রামের তিনভাই জনাব মুহম্মদ মহিউদ্দীন, জনাব মুহম্মদ মনসুরআলী,জনাব মুহম্মদ আজিজুল্লাহমুন্সী ও ওনাদের আপন চাচাতো ভাইয়ের ছেলে জনাব মুহম্মদ আইনুউদ্দীনমুন্সী ওনারা এসে এই এলাকায় একটি গ্রাম প্রতিষ্ঠা করে বড় ভাইয়ের নাম অনুসারে গ্রামের নাম হয় মহিউদ্দীননগর।
Written by abul kashem