মহিউদ্দিননগর গ্রাম সুলতানপুর ইউনিয়ন

৬৮ হাজার অনলাইন গ্রাম: বাংলাদেশের গ্রাম

মহিউদ্দিননগর গ্রাম সুলতানপুর ইউনিয়ন

গ্রামের নাম মহিউদ্দিন নগর ইহা ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত।গ্রামের উত্তর পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক দহ্মিন পাশে তিতাস নদী পূর্ব পাশে আহরন্দ গ্রাম পশ্চিম মনাই বাড়। এই গ্রামে প্রায় দুই হাজার লোক বাস করে। মহিউদ্দিন নামক এক ব্যক্তি এই গ্রামে প্রথম বসতি স্থাপন করেন তার নামানুসারে গ্রামের নামকরণ করা হয় মহিউদ্দিননগর।এই গ্রামে হাজি আশরাফ আলী বেপারী নামক এক বিখ্যাত ব্যক্তি ছিলে। এখানে একটি উচ্চ বিদ্যাল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কওমি মাদ্রাসা রয়েছে।এই গ্রামের সবাই মুসলমা। এই গ্রামের সবাই সবাইকে চিনেন এবং খোজ খবর রাখেন।এক জনের বিপদে অন্য জন এগিয়ে আসেন।