মসজিদিয়া গ্রাম খৈয়াছড়া ইউনিয়ন
মসজিদিয়া গ্রামটি খইয়াছরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত। এই গ্রামে ১টি প্রাইমারি স্কুল, ১টি হাইস্কুল, ১টি নূরানী মাদ্রাসা ও ৪টি মসজিদ রয়েছে। নয়দুয়ারিয়া মসজিদে ঈদের জামাত হয়। নয়দুয়ারিয়াতে রয়েছে কয়েকটি দোকানপাঠ আর ঐতিহাসিক নয়দুয়ারিয়া দীঘি। নয়দুয়ারিয়ে থেকে ২/৩ কিলোমিটার পূর্বদিকে গেলেই খৈয়াছড়া ঝর্ণা চোখে পড়বে।
দেওয়ান আলী ভূইয়াঁ বাড়ি, মিয়াজী বাড়ি, মুক্তার বাড়ি, চৌধুরী বাড়ি, সওদাগর বাড়ি সহ আরো অনেক বাড়ি রয়েছে এই গ্রামে।
এই গ্রামেই রয়েছে অনেক নাম করা ব্যাক্তি। ক্লিফটন গ্রূপের মালিক অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী অন্যতম। এই গ্রামেই আছেন সেনাবাহিনীর মেজর জেনারেল, বিমান বাহিনী, ডিজিএফআই সহ আরো অনেক সরকারি কর্মকর্তার। পাশাপাশি আছেন শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, প্রবাসী সহ অনেক কর্মজীবী।