মনোহরপুর গ্রাম রাজাপুর ইউনিয়ন
গ্রামটি রাজাপুর উপজেলা শহর থেকে পশ্চিমে অবস্থিত। মনোহরপুর নামকরণের কারণ জানা যায়না, তবে কথিত রয়েছে মুনার খাঁ নামক জনৈক ব্যক্তির নামে এ গ্রামটির নামকরণ করা হয়েছে। মুনার খাঁ অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং গরীবদের সাহায্য সহযোগিতা করতেন বলে কথিত রয়েছে। এ গ্রামে ২ টি প্রাইমারি স্কুল এবং একটি মাধ্যমিক স্কুল আছে। একটি মাদ্রাসা আছে। এ গ্রামটি উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত।
যেমন উত্তর মনোহরপুর এবং দক্ষিণ মনোহরপুর। গ্রামটিতে বিভিন্ন পেশাজীবীর লোকজন মিলেমিশে বাস করে। সবুজে ঘেরা গ্রামটিতে প্রচুর শাক সবজি চাষ হয়। পুকুর ও খাল বিলে মাছ রয়েছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে এর যোগাযোগ ব্যবস্থা। গ্রামটির সাথে উপজেলা শহরের যোগাযোগ রক্ষার জন্য পাকা রাস্তা রয়েছে। পুরো গ্রামেই পাকা রাস্তা আছে এবং রিক্সা ও অটো রিক্সা চলাচল করে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন- 01716320686 নম্বরে।
কাঞ্চন নগর গ্রাম কাঞ্চন নগর ইউনিয়ন-Kanchanagar Village Kanchanagar Union ৭ংন কাঞ্চন নগর ইউনিয়ন আমাদের কাঞ্চন…
বৌদ্য ডাংগী গ্রাম চর বিষ্ণুপুর ইউনিয়ন - Bouddo Dangi Village Char Bishnapur Union আমাদের গ্রামে…
রিকাবী গ্রাম আলীহাট ইউনিয়ন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নে অবস্থিত এই "রিকাবী" নামক…
নকলা উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ চন্দ্রকোনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ বাছুরআলগা উত্তর বাছুরআলগা দক্ষিন রামপুর…
নালিতাবাড়ী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ কলসপাড় ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ পশ্চিম কলসপাড় পূর্ব কলসপাড় গাগলাজানী…
শ্রীবরদী উপজেলার অন্তর্ভুক্ত গ্রাম সমূহ সিংগাবরুনা ইউনিয়নের অন্তরভুক্ত গ্রাম সমূহ ঝুলগাও, গবিন্দপুর বরইকচি, চুকচকি সিংগাবরুনা…