“ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত সকল সংগঠন সমূহ”
ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত সকল সমাজসেবামূলক অনলাইন সংগঠন এবং তাদের কার্যক্রমের ধরন ইত্যাদি বিষয় গুলো প্রয়োজনে জেনে নিতে পারেন খুব সহজে। চলুন দেখে নেই । বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটি আদর্শ জেলা। এই জেলায় কিছু সংখ্যক সমাজসেবামূলক অনলাইন সংঘঠন এবং সক্রিয় ফেসবুক গ্রুপ এর কার্যক্রম লক্ষ্য করা যায়
বাউনবাইরার কথা

বাউনবাইরার কতা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় অনলাইন সংগঠন। ব্রাহ্মণবাড়িয়ার ভাষা সংসস্কৃতি চর্চায় সংগঠনটির অবদান রয়েছে। তাছাড়াও এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে, সাবলম্বি প্রজেক্ট এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পে অংশগ্রহণ করে থাকেন।
Wishforbetterbrahmanbaria

Wish for better Brahmanbaria আমরাই ব্রাহ্মণবাড়িয়ার সংগঠন । অনলাইন সদস্যের দিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ বা সংঘঠন।
Blood For Brahmanbaria

ব্লড ফর ব্রাহ্মণবাড়িয়া সেবামূলক সংগঠনের মধ্যে প্রধান এবং অন্যতম। ব্রাহ্মণবাড়িয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের বাহিরে জরুরী ভিত্তিতে যে কোন গ্রুপের ব্লাড যোগান এবং রক্ত দাতার তথ্য প্রকাশের মাধ্যে সহয়তা করে থাকেন। তাছাড়াও বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পিং এর মাধ্যমে ব্লাড ডোনেশনের উপকারিতা এবং জনসাধারণকে ব্লাড ডোনেশনের জন্যে উৎসাহিত করে থাকেন।
Clean Brahmanbaria

ক্লিন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনটি পরিস্কার পরিচ্ছন্নতার স্লোগানকে সামনে রেখে নিরলস কাজ করে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ক্লিন ব্রাহ্মণবাড়িয়া একটি সবচেয়ে বড় জনসচেতনমূলক এবং সমাজসেবামূলক সংগঠন। তাছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পরিস্কার পরিচ্ছন্নতা এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন সংযুক্ত করে ব্রাহ্মণবাড়িয়াকে পরিচ্ছন্ন শহরে রুপান্তরে নিরলস কাজ করে যাচ্ছে।
হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া

হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া একটি সবচেয়ে দ্রুত গড়ে উঠা অনলাইন সংগঠন। শুভ চিন্তা ধারণা নিয়ে তাদের পথ চলায় খুব অল্প সময়ে সংগঠনের সদস্য সংখা কেবল বেড়েই চলছে।