একনজরে কুটি ইউনিয়ন

কুটি ইউনিয়ন
কুটি ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৮নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ। কসবা উপজেলার পশ্চিম দিকে কুটি ইউনিয়ন টি অবস্থিত । এই ইউনিয়নের দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে কায়েমপুর ইউনিয়ন, পূর্ব দিকে কসবা ইউনিয়ন, উত্তর দিকে মেহারী ইউনিয়ন , পশ্চিম দিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ও ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন এবং দক্ষিণ দিকে রয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন।

কুটি ইউনিয়নের অন্তর্ভূক্ত গ্রাম গুলো

  • শাসনসার
  • কালামুড়িয়া
  • কুটি বাজার
  • জাজারিয়া
  • গুনসাগর
  • লেশিয়ারা
  • হারিনগর
  • কৈলাসনগর
  • কাইচ্ছানগর
  • তারানগর
  • শান্তিপুর
  • গৌরীপুর
  • শরাতনগর
  • ভৈরবনগর
  • কাসীনগর
  • চন্ডিনগর
  • গংগানগর
  • মানিকনগর
  • রানিয়ারা
  • বিষ্ণপুর
  • রামপুর
  • মাইজখার
  • বিলঘর
  • দক্ষিণখার
  • বাগুর

কুটি ইউনিয়নের নামকরণ :কুঠি> কুটি। কুঠি বাজার বা গ্রামটি ছিল বিখ্যাত পাট কেন্দ্র। বুড়িনদী ও বিশাল হাওড় অঞ্চলের পূর্বে অবস্থিত এ গ্রাম। কুঠি কসবার পশ্চিমে অবস্থিত সমৃদ্ধ বাজার। এখানে পাট ব্যবসাকে কেন্দ্র করে সুন্দর সুন্দর পাট কুঠি ব্যবসায়ীরা গড়ে তুলে। কুঠির পাট কেন্দ্র ৩/৪শত বছরের পুরাতন। কুলিন হিন্দুরা তাদের বাড়িতে চৌচালা বা আটচালা সুন্দর সুন্দর কুঠি গড়ে তুলে। হিন্দু ধনী ব্যবসায়ী, কুলীন হিন্দুদের কুঠিঘর থেকে এর নামকরণ হয় কুঠি>কুটি।