বিনাউটি ইউনিয়ন
বিনাউটি ইউনিয়ন টি কসবা উপজেলার অন্তর্ভুক্ত অন্যতম ৫নং ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের প্রশাসনিক সকল কার্যক্রম কসবা থানার অন্তর্ভুক্ত । এটি জাতীয় সংসদ এর ২৪৬ নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের অংশ বিশেষ। কসবা উপজেলার উত্তর দিকে বিনাউটি ইউনিয়ন টি অবস্থিত। এই ইউনিয়নের পূর্ব দিকে রয়েছে গোপিনাথপুর ইউনিয়নের, দক্ষিণ দিকে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন, পশ্চিম দিকে খাড়েরা ইউনিয়ন ও বাদৈর ইউনিয়ন এবং উত্তর দিকে রয়েছে আখাউড়া উপজেলার ধরখাড় ইউনিয়ন ও মনিয়ন্দ ইউনিয়ন।
গ্রামসমূহ
- বিনাউটি
- সৈয়দাবাদ
- হাজীপুর
- মনিচং
- চান্দাইসার
- রাউৎহাট
- খিদিরপুর
- আন্দিরপাড়
- বিনাউটি
- নেমতাবাদ
- গাববাড়ী
- ধামসার
- নোয়াপাড়া (১)
- ভরাজাঙ্গাল
- চন্দ্রপুর
- মজলিশপুর
- ব্রাহ্মণগ্রাম
- অনন্তপুর
- আদ্রা
- চাপিয়া
- টিঘরিয়া
- নোয়াপাড়া (২)
- চকচন্দ্রপুর
- দুরুইল
বিনাউটির নামকরণ: বিননা খুঁটি থেকে বিনাউটি শব্দটি এসেছে। বিননা অর্থ জমিনের। সীমানা ঠিক রাখার চিহ্ন। জমিতে খুটি দিয়ে সীমানা ঠিক রাখা হয়। এভাবে বিনাউটি শব্দটি এসেছে। গ্রামে বড় বড় হিন্দু তালুকদার ছিল। অনেকেই এ অঞ্চলে প্রচুর জমির মালিক। জমির সীমানা ঠিক রাখার জন্য বিননা ব্যবহার করতেন। এ থেকে বিনাউটি নামকরণ। প্রকৃতপক্ষে জমি নিয়ে চরম বিরােধের কারণে জমির সীমানা ঠিক করার প্রয়ােজন থেকে বিনাউটি। অন্য মতে বিলা এক প্রকার লম্বা ঘাস জমিতে উৎপন্ন হতাে। এ বিন্না ঘাস থেকে বিনাউটি। প্রথম মতটি গ্রহণযােগ্য।